Weather Kolkata next 7 days: তীব্র গরম থেকে দক্ষিণবঙ্গবাসীদের স্বস্তি দিয়েছে বৃষ্টি, কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টির পূর্বাভাস?

গত সপ্তাহ পর্যন্ত তীব্র গরমের অস্বস্তির মুখে পড়েছিল দক্ষিণবঙ্গের সকল বাসিন্দারা। তবে, চলতি সপ্তাহের শুরু অর্থাৎ গত সোমবার থেকে স্বস্তি পেয়েছে তাঁরা। বৃষ্টিতে ভিজলো কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির বিস্তীর্ণ অংশ। তবে, পুরো সপ্তাহ ধরেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস চলছে এই জেলাগুলিতে। বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্যে ইতিমধ্যে অনেকটা তাপমাত্রা কমে গিয়েছে।

কিন্তু এই বৃষ্টি চলবে কতদিন? আবহাওয়া দফতর সুত্রে জানা গিয়েছে যে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া রাজ্যের ৯টি জেলায় কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই নয় জেলাগুলি হল কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। জানা গিয়েছে এদিন এই জেলাগুলিতে কোনও কোনও অংশে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানা গিয়েছে। ঝড়ের সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এখানে হালকা বৃষ্টি হলেও রবিবার থেকে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি ক্রমশ কমে আসবে। তবে,  দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...