১৯ শে জুন মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল গড়িয়া বেঙ্গল ড্রামাবাজের নাটক 'যাঃ শালা' ।এই নিয়ে তৃতীয় নাটক মঞ্চস্থ করল এই দল। আগে হয়েছে 'মণিমঞ্জিল', 'এক যে ছিল দেশ'।নাটকের সংক্ষিপ্ত কাহিনি এরকম- দুই চোর আর পকেটমারের বন্ধুত্ব, সাথে দুজনেরই প্রতি সমান ভালবাসায় বেঁধে মনের মত করে সংসার পেতেছে নাটকের অন্যতম চরিত্র লতা। অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বেশ চিন্তিত রাজামশাই এবং মন্ত্রী। সিপাইয়ের শারীরিক গঠন রাজ্যের হাল ফেরাতে অক্ষম। তাই খচ্চর আর হারামীর এলেম দেখে তাদের রাজ্যের দায়িত্ব দিয়ে ক্ষান্ত হন রাজা। সাথে উপহার স্বরূপ লতাকে নিজের করে নেয়।
সম্পূর্ন কমেডির মোড়কে পরিবেশিত নাটকটি পরতে পরতে হাসির পরিস্থিতি ঘটাবে যা দেখে দর্শককে হাসতে হবেই।
'যাঃ শালা ' নাটকটির রচনা ও নির্দেশনা ভাস্কর সেনগুপ্তর। সিপাই -এর চরিত্রেও তার মজাদার অভিনয় দর্শককে বেশ আনন্দ দেয়। তবে খচ্চরের চরিত্রে বিশ্বরূপ বিশ্বাস আর হারামীর চরিত্রে সঞ্জয় বিশ্বাস-এই দুই অভিনেতা মাতিয়ে দিয়েছেন । রাজার চরিত্রে অরিজিত এবং লতার চরিত্রে অন্তরার অভিনয় দর্শকদের অনাবিল আনন্দ দেয়।