আমাদের চোখের সামনে দিয়ে পার হয়ে যায় দিন-প্রতিদিনের গল্পগুলো। কখনও কলমে-কাগজে ধরা পড়ে, আবার কখনও বা হারিয়ে যায়। তবে হারিয়ে গেলেও মিথ্যে হয়ে যায় না তাদের অস্তিত্ব।
এরকমই দিন-প্রতিদিনের গল্প নিয়েই স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছিল আইআইটি খড়গপুরের গবেষক ও পড়ুয়াদের একটি দল।
‘পিছুটান’ এবং ‘অফসাইড’।
দুটি ছবিই আগাগোড়া মোবাইলে তৈরি। শুটিং লোকেশন ক্যাম্পাস চত্বর।
‘পিছুটান’ ৬ মিনিটের ছবি। উঠে এসেছে নগরনটীর জীবন। ছোট ছোট ফ্রেমে ধরা হয়েছে তার ঘাত-প্রতিঘাত।
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ‘মোবাইল শর্টফিল্ম’ এর সম্মান ‘পিছুটান’ ছবিটি।
চিত্রনাট্য, পরিচালনা, সম্পাদনায় শাওন বাগ। প্রধান চরিত্রে অতুনুকা পাল। অন্যান্য চরিত্রে শ্রুতি চ্যাটার্জী, সাহানা দাস আলোলিকা রায় সুকান্ত সরকার। জিৎ মজুমদারের সিনেমাটোগ্রাফি। মূল গল্প এবং শব্দ যোজনে অভীক ভঞ্জ এবং সায়ন দাশগুপ্ত।
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮৫ টি দেশ থেকে প্রায় আড়াই হাজারের বেশি ছবি ছিল। তার মধ্যে সেরা নির্বাচিত হয়েছে ‘পিছুটান’।
আগে টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘মোবাইল মুভি’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল ছবিটি। ‘অফসাইড’ও এলজিবিটি বিভাগে সেরা ছবির সম্মান পেয়েছিল।
ছবির প্রতি অসম্ভব ভালোবাসা আর একটা মোবাইল এই দিয়েই নিজেদের স্বপ্নটাকে বাস্তবের ছোঁয়া দিতে পেরেছে গোটা টিম। সেভাবেই একটার পর একটা চলচ্চিত্র উৎসব জয় করছে তারা।