চলতি বছরের বার্লিনে এক অনুষ্ঠানে অ্যাটলান্টিক কাউন্সিল ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিতে চলেছে একটি ৯বছরের বাচ্চার হাতে| সমাজকর্মী বাচ্চাটির নাম বানা অ্যালবেদ, প্রাক্তন মার্কিন বিদেশসচিব ম্যাডেলিন অ্যালব্রাইট এবং সিরিয়ার শিশু সে| কাউন্সিল-এর মতে বিশ্বে তাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা ভালো ভাবে করেছে|
মার্কিন নেতৃত্বাধীন অ্যাটলান্টিক কাউন্সিল হলো ন্যাটো-পন্থী, তাই বিতর্ক শুরু| অনেকে মনে করেন এই পুরস্কার সঠিকভাবে মনোনীত হয়নি, বরং একটু মার্কিন ঘেষা হয়েছে বলাই যায়| সমালোচকদের কেউ কেউ আবার মনে করেন, ম্যাডেলিন হলো ইরাকে মার্কিন নিষেধাজ্ঞার অন্যতম সমর্থক| লক্ষ লক্ষ শিশুর প্রাণ গেছে এমন অভিযানে| সেই পরিবার এই পুরস্কার যথাযত নয় বলে মনে হয় কিছু মানুষের|