কথায় বলে, “যে রাঁধে সে চুল ও বাঁধে”। হেসেল সামলানো থেকে শুরু করে সাজগোজ, সর্বক্ষেত্রেই নারীদের জুড়ি মেলা ভার। এর বাইরেও নারী জাতির আরও একটি রুপ ধরা পড়ে তাদের শিল্প কলায়। বাংলার প্রত্যেক নারীর মধ্যে এক দক্ষ শিল্পী লুকিয়ে থাকে। যেই শিল্পে পুরুষদের থেকও নারী-র দক্ষতা বেশি প্রকাশ পায়, তা হল ‘আসন’ বোনার শিল্প।
আর বাংলার এই অতি প্রাচীন এক হস্তশিল্প কে কেন্দ্র করেই গড়ে উঠছে ৯৭ পল্লী চন্ডিতলার পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে এসে এমনটাই জানান পূজা কমিটির থিম শিল্পী তাপসী সাহা চক্রবর্তী। তার সাথে উপস্থিত ছিলেন ক্লাবের তারই সহ-শল্পী সন্দীপ সাহা। ৭৪তম বর্ষে পদার্পন করল ৯৭ পল্লী। তৃতীয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের পুজোর পথচলা। দমদম বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রোয় উঠে নামতে হবে মহানায়ক উত্তম কুমার, সেখান থেকে অটো করে টালিগঞ্জ চন্ডিতলার নিকট, এনটি-ওয়ান স্টুডিও-র ঠিক বিপরীতে অবস্থিত ৯৭ পল্লী চন্ডিতলা-র পূজা মন্ডপ।