'পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স' পেল অস্কার

'পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স'  নামক ডকুমেন্টারি ছবিটি ভারতের উত্তরপ্রদেশের অন্তর্গত হাপুর অঞ্চলে শ্যুট করা সেখানকার মহিলাদের ঋতুকালীন অবস্থায় ভয়াবহতার বর্ণনা তুলে ধরেছে। ৯১তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারে শর্ট ডকুমেন্টারি বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিল এই ছবিটি। ইরানিয়ান-আমেরিকান ফিল্মমেকার 'রায়কে জেতাবচি' ছবিটি পরিচালনা করেছেন এবং ভারতের 'গুনিত মোঙ্গা' ছবিটির প্রযোজনা করেছেন। মহিলাদের নিজস্ব সমস্যা আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ায় খুশি বিদগ্ধজনেরা। 

সেরা ছবির ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান পেল 'গ্রিন বুক'। ছবিটি মার্কিন হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র, ষাটের দশকের ডিপ সাউথের প্রেক্ষাপটে নির্মিত। আফ্রো-মার্কিন ধ্রুপদী ও জ্যাজ পিয়ানোবাদক ডন শার্লি এবং তার মার্কিন-ইতালীয় ড্রাইভার ও দেহরক্ষী টনি ভালেলঙ্গার বিভিন্ন সফরের অভিজ্ঞতা নিয়ে নির্মিত 'গ্রিন বুক' ছবিটি। ছবিটির পরিচালক পিটার ফ্যারেল।  গ্রিন বুক ছবিটি নামকরণ করা হয় ভিক্টর হুগো গ্রীনের আফ্রো-মার্কিন ভ্রমকারীদের জন্য রচিত 'দা নিগ্রো মটরিস্ট গড়ন বুক গাইড লাইন' থেকে।  এটির রচনাকাল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। এই বইটি ভ্রমণকারীদের বিভিন্ন মোটেল ও  রেস্তোঁরা খুঁজে পাওয়ার গাইড হিসেবে কাজ করত। 

সেরা চলচিত্র বিভাগে অস্কারের নমিনেশন পাওয়া ছবিগুলি ছিল দ্য ফেভারিট, রোমা, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক্লান্সম্যান, ভাইস ,আ  স্টার ইজ বর্ন এবং বোহেমিয়ান রাফসোডি। আলফান্সোর রোমা অস্কার দৌড়ে এগিয়ে থাকলেও সেরার দৌড়ে অস্কার জিতে নেয় 'গ্রিন বুক'। ছিবিটির বিষয়বস্তু ছিল আফ্রো-মার্কিন ধ্রুপদী ও জ্যাজ পিয়ানোবাদক এবং মার্কিন-ইতালীয় ড্রাইভার এর বন্ধুত্বের গল্প। পিয়ানোবাদকের আট সপ্তাহের কনসার্ট ট্যুরের পথে বিভিন্ন মোটেল ও রেস্তোঁরার খোঁজে বেরিয়ে পড়েন তারা। কালো চামড়ার একজন মানুষকে কেমন ব্যবহারের সম্মুখীন হতে হয় তারই নিরিখে ক্রমে মার্কিন-ইতালীয় দেহরক্ষীর কাছে কেমন করে সম্মানীয় হয়ে ওঠেন নিগ্রো পিয়ানো বাদক তা নিয়েই  এগিয়ে গেছে চলচ্চিত্রের কাহিনী। 

সেরা পরিচালক নির্বাচিত হন 'রোমা' ছবির পরিচালক আলফানসো কুয়ারোন।  সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন অলিভিয়া কোলম্যান 'দ্যা ফেবরিট' ছবির জন্য। 'বোহেমিয়ান রাপসোডি' ছবিটির জন্য সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন রামি মালেক। সেরা মৌলিক গানের জন্য গ্রামির পর ৯১তম অস্কার জিতল 'অ্যা স্টার ইজ বর্ন' ছবির 'শ্যালো' গানটি। ছবিতে গানের সাথে  ব্রাডলি কুপারের বিপরীতে অভিনয়ও  করেছেন লেডি গাগা।  সেরা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতল মার্ভেল ইউনিভার্সের 'ব্ল্যাক প্যান্থার'। সেরা মৌলিক স্ক্রিন প্লে এবং সেরা সহ অভিনেতার (মেহেরশালা আলি) জন্য পুরস্কার জিতে নেয়  গ্রিনবুক। সেরা প্রোডাকশন ডিজাইন (হানা বিচলার, জয় হার্ট) এবং সেরা কস্টিউম(রুথ কার্টার) ক্যাটাগরিতে অস্কার জিতে নেয় ব্ল্যাক প্যান্থার। 'রোমা'-র জন্য সেরা সিনেম্যাটোগ্রাফির জন্য অস্কার জিতে নেন আলফানসো। 'বোহেমিয়ান রাপসোডি'র জন্য অস্কার জিতেনেন  জন ওয়ারহার্সট, নীনা হার্সটোন (সেরা সাউন্ড এডিটিং) এবং পল মাসে, টিম ক্যাবগিন, জন কাসালি (সেরা সাউন্ড মিক্সিং)।

৯১ তম একাডেমি  পুরস্কার বিতরণের সন্ধ্যায়  সেরা চমক ছিল উপস্থাপক বিহীন পুরস্কার প্রদান অনুষ্ঠান

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...