যখন একটি কর্মস্থলে দুটি মহিলা একসাথে একই সময় প্রেগনেন্ট হয় তখন সবাই খুশি হয়ে বলে এটা কাকতালীয় ব্যাপার...কিন্তু সেখানেই যদি একই সময় ৯ জন মহিলা প্রেগনেন্ট হয়...?? তাহলে তো অবাক কান্ড!
এমনটিই হয়েছে একটি হাসপাতালে...না না, ওই ৯ জন মহিলা ওখানে পেশেন্ট হিসাবে নয়, নার্স হিসেবে ছিলেন| কী ভাবছেন? এটা তো কাকতালীয়-এর ঊর্ধ্বে....
হ্যাঁ, এমনটি হয়েছে একটি ইউএস হাসপাতালে, সেখানে মেইনের একটি হাসপাতালে লেবর ও ডেলিভারি ইউনিটে কাজ করেন ওই ৯ জন মহিলা, যাঁরা একে একে একই সময় গর্ভবতী হয়েছিলেন| চলতি বছরের মার্চ মাসে তাঁদের নিয়ে লেখালেখি হয়, অর্থাৎ তাঁরা একই সময়ে গর্ভবতী হওয়ায় গর্ভাবস্থার জন্য সোশ্যালমিডিয়ায় ভাইরাল হন|
সূত্রের খবর, ওই ৯ জন গর্ভবতী মহিলারা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সদ্যোজাত শিশুগুলির জন্ম দেন| মেইনের একজন ফটোগ্রাফার, নাম কার্লি মুর্রে...যিনি বিশেষত মেইনের গর্ভবতী মহিলা ও বাচ্চাদের নিয়ে ফটোসেশন করেন... চলতি মাসের শুরুর দিকে ওই একসাথে গর্ভবতী হওয়া ৯ জন মহিলা ও তাঁদের ৯টি বাচ্চাদের নিয়ে ছবি তোলেন|
কার্লি জানিয়েছেন, বাচ্চাগুলির বয়েস তিন সপ্তাহ থেকে সাড়ে তিন মাস অবধি| দেখে নিন ইনস্টাগ্রামের সেই পোস্টটি:
মেইনের ওই হাসপাতালটির লেবর ও ডেলিভারি ইউনিটে প্রায় ৮০জন রেজিস্টার্ড নার্স আছেন, তাই ওই ৯ জন মহিলা যখন 'মেটারনিটি লিভ' এর জন্য হাসপাতালে উপস্থিত ছিলেন না তখন সেখানে কাজকর্ম অব্যাহত ছিল|