পুজোয় প্যান্ডেল হপিং করতে যারা ভালোবাসে তাদের কাছে প্রতিবছরই অন্যতম আকর্ষণ দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী হাজরা পার্ক দুর্গোৎসব। থিমের চমকে শুধু চমকে দেওয়া নয় তার সঙ্গে থাকে বিশেষ বার্তাও।
এ বছর হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো ৮০ বছরে পদার্পণ করতে চলেছে। এবছরের থিম-তান্ডব।
সৃষ্টি আর ধ্বংস এই দুই চক্রে আবর্তিত হয় প্রকৃতি, জীব আর জীবন।হিন্দু শাস্ত্র অনুযায়ী 'তান্ডব'কে বৈজ্ঞানিক সত্য হিসাবে বর্ণনা করা হয়েছে যা প্রতিনিয়ত ঘটে চলেছে। মহাবিশ্বের বিভিন্ন স্তরে ঘটে যাওয়া পারমাণবিক অস্থিরতায় ধ্বংস ও সৃষ্টির একটি চক্র তৈরি হয় যা ব্রক্ষ্মান্ডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই 'তান্ডব' হল মানবজীবনের একটি অবিচ্ছিন্ন অঙ্গ। আজকের দিনে সারা বিশ্বের যা পরিস্থিতি সেটাই এই 'তান্ডব' থিমের মাধ্যমে দেখাবেন তারা।
১৯৪২ সালে নেতাজী সুভাষচন্দ্র বসু ও ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোগিতায় দুর্গা পুজো উদযাপন শুরু হয়েছিল দক্ষিণ কলকাতার হাজরা পার্কে। সেই সময় থেকেই হরিজন সম্প্রদায় ও সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের বহু মানুষ এই পুজোয় অংশগ্ৰহন করতেন সেই ধারা আজও অব্যাহত রয়েছে। তার পর থেকে প্রতি বছরেই দুর্গা পুজো উদযাপন করা হয় হাজরা পার্কে।
হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়ন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, "এবারের থিম মহাবিশ্ব নিয়ে। থিমের নাম তান্ডব যা আসলে মানব জীবনের একটি অংশ। তান্ডব , যা মূলত কোন নির্দিষ্ট মুহূর্ত নয়, বরং একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। শুরুর দিকে পূজা ভবানীপুরেই কয়েক বছর অনুষ্ঠিত হয়েছিল, তারপর ১৯৪৫ সালে হাজরা পার্কে স্থানান্তরিত হয়েছিল। প্রথম থেকেই এই পূজা অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলে এসেছে। আজও তা অব্যাহত রয়েছে।"