দীর্ঘায়ু দম্পতি হওয়ার রেকর্ড গড়লেন মার্কিন দম্পতি

জন ও শার্লট| একে অপরের হাতে হাত রেখে পথচলা শুরু করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক এক মাসের মধ্যে | একসাথে পার করেছেন জীবনের ৮০ টা বসন্ত | দিনটা ছিল ২২ ডিসেম্বর ১৯৩৯ সাল| গত ২২ ডিসেম্বর বিবাহিত জীবনের ৮০ বছর পার করলেন এই মার্কিন দম্পতি | দীর্ঘদিনের এই দাম্পত্য বিখ্যাত করে ফেলেছে হান্ডারসন দম্পতিকে | বিবাহের ৮০ তম বছর পূর্ণ করার একমাস আগেই নাম উঠেছে গিনেস বুক অফ অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ | তাই নিজেদের বিবাহবার্ষিকী রীতিমত ধুমধাম করে পালন করলেন তাঁরা | ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জন জানিয়েছেন, ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়তে গিয়ে শার্লটের সঙ্গে আলাপ হয় তাঁর | তবে সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াতে সময় লেগেছিল পাঁচ বছর | দুজনেই স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিয়েতে রাজি ছিলেন না শার্লট |

গিনেস বুক অব ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, জন-শার্লটের আগে বিশ্বের দীর্ঘায়ু দম্পতি হওয়ার রেকর্ড গড়েছিলেন জেলমিরা ও হার্বাট ফিশার। তাঁরা একসঙ্গে বিবাহিত জীবন অতিবাহিত করেছিলেন ৮৬ বছর। ২০১১ সালে হার্বাটের মৃত্যুতে সেই রেকর্ড ভেঙ্গে যায় |এবার বিবাহিত জীবনের ৮০ বছর এক সঙ্গে কাটিয়ে রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে জন-শার্লট জুটি । তাঁদের জন্য রইলো শুভেচ্ছা |

  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...