বঙ্গে এখনও বর্ষা সেভাবে প্রবেশ করেনি। ইলিশের ঘাটতি মেটার আশায় দিন গুণছিলেন আপামর মৎস্যপ্রেমী সহ ছোটো বড় মাছ বিক্রেতা। তাঁর মধ্যেই খুশির খবর, বাজারে আসতে চলেছে রুপোলি ইলিশ। রবিবার দীঘার মোহনায় এসে পৌঁছেছে ইলিশ ভর্তি ট্রলার।
গোটা মরশুম ধরেই মৎস্যজীবিরা অভিযোগ করছিলেন আবহাওয়ার অবনতি ঘটায় বৃষ্টির দেখা একেবারেই মিলছে না, যার ফলে সামুদ্রিক মাছ সহ রুপোলি ইলিশের দেখা না মেলায় ঘাটতি বেড়ে দাঁড়াচ্ছিল অনেকটাই। রবিবার বিকেল নাগাদ দীঘার মোহনায় ৮ টন ইলিশ প্রবেশ করায় স্বভাবতই উচ্ছ্বাস দেখা গিয়েছে মৎস্যজীবিদের মনে।
এ দিন বিকেল থেকে আপেক্ষিকভাবে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়, যাকে মূলত ‘ইলশে গুঁড়ি’ বলা হয়। বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি ইলিশের দেখা মেলে। আবহাওয়ার পরিবর্তনের ফলে বৃষ্টির প্রভাবেই ইলিশের দেখা পাওয়া গিয়েছে আর এতে ইলিশের ঘাটতি কিছুটা হলেও মিটবে, কোলকাতা সহ অন্যান্য বাজারগুলিতে ইলিশের দামও অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করছেন মৎস্যজীবিরা।
অন্যদিকে, ইলিশের ঘাটতির পিছনে অন্য একটি কারণও উঠে আসছে। বাজারে বিপুল পরিমাণে খোকা ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায়, বড় ইলিশ ক্রমেই কমে আসছে। পূর্ণ মাত্রায় বিকাশপ্রাপ্তি না হওয়া অবস্থায় তাদের জালবন্দী করা হচ্ছে, ফলে ভাটা পড়ছে বংশবৃদ্ধিতে। সম্প্রতি খোকা ইলিশ খাওয়া বন্ধ করা নিয়ে হিডকোর তরফ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার দীঘা থেকে আসা সুখবরের দরুন অনেকটাই স্বস্তিতে আম বাঙালি। এখন সেগুলি শুধু বাজারে ঢোকার অপেক্ষা।