আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী আর.ডি বর্মনের জন্মদিন|যাঁর সুর আজ সকলের মনে গেঁথে রয়েছে|যার সুর,সঙ্গীত পরিচালনা বলিউডের মিউজিকেও এনেছিল একসময় বয়ে এনেছিল অন্য এক ধারা| হিন্দি ছবি তথা বাংলা ছবির দর্শককে নন ফিল্মি মিউজিকের সংখ্যাও তার ঝুলিতে কম ছিল না|মাত্র নয় বছর বয়সেই সঙ্গীত পরিচালনা আর সেখান থেকেই শুরু সঙ্গীতের যাত্রা|তবে পাকাপাকিভাবে ছবিতে সঙ্গীত পরিচালনা শুরু করেন ১৯৬১ সালে ‘ছোটে নবাব’ ছবিতে|সাফল্য আসে ‘তিসরি মঞ্জিল’ ছবিতে এছাড়াও তার ‘চুরালিয়া হ্যায় তুমনে জো দিল কো’,শোলে খ্যাত ‘মেহবুবা মেহবুবা’ কিংবা বাংলায় ‘মনে পড়ে রুবি রায়’ সর্বত্রই শ্রোতার মনে ঝড় তুলেছেন তিনি|বাবার হাত ধরেই মুম্বইযাত্রা| সেখানেই উস্তাদ আলী আকবর খানের কাছে তালিম, এছাড়া সলিল চৌধুরীকেও নিজের গান শোনাতেন পঞ্চম|সলিল চৌধুরীর ‘চলতি কা নাম গাড়ি’,’তেরে ঘরকে সামনে’ সহ একাধিক ছবিতে অ্যাসিস্ট করেন পঞ্চম|জানা যায় সাবেকি গানের থেকে বেরিয়ে পাশ্চাত্যের মিউজিকের দিকে বেশি প্রাধান্য দিতে শুরু করায় বেশ চিন্তিত ছিলেন পিতা শচীন দেব বর্মন|আর,ডির এই ‘পঞ্চম’ নামের পেছনেও আছে বেশ লম্বা ইতিহাস| জানা যায় যে ছোটবেলায় পঞ্চম নাকি সপ্তসুরের পঞ্চম সুর ‘পা’ ধরে কাঁদতেন, তার থেকেই তার নাম হয় পঞ্চম|এরপর দীর্ঘ সঙ্গীত জীবনে কাজের মাধ্যমেই আশা জির সাথে তাঁর আলাপ এবং তার পর বিয়ে|জানা যায় যে তাদের মধ্যে সুখ দুঃখের সব সিঁড়ি ভাঙ্গা ছাড়াও দুজনের ঝগড়ার কারণও ছিল একটাই, তা হল গান|শিল্পীকে তাঁর জন্মদিনে জিও বাংলার তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা|