পরিষেবায় দিল্লির একমাত্র অটো-অ্যাম্বুলেন্স

'পথ দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স'- হয়তো আজকালকার দিনে এটা সোনার পাথরবাটির মতোই অলীক। তবে এটি অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা, হচ্ছে আমাদের ভারতেই। ৭৬ বছরের হরজিন্দর সিং তাঁর সামর্থ অনুযায়ী শুরু করেছেন এই পরিষেবা। ঘটনাটি হলো দিল্লির, ট্রাফিক ওয়ার্ডেন হিসাবে দিল্লিতে কর্মরত ছিলেন তিনি। অবসর গ্রহণের পর তিনি অটো চালানো শুরু করেন আর এই অটোতেই শুরু করেন এই বিশেষ পরিষেবাটি। এটি অটো-অ্যাম্বুলেন্স নামে পরিচিত।   

দিল্লিতে কোথাও কোনো পথ দুর্ঘটনা ঘটলে তাঁর অটো করেই আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি। আর প্রয়োজনে রাখেন ফার্স্ট-এইড, অন্যান্য কিছু ওষুধপত্র। সারাদিন অটো চালিয়ে যা উপার্জন করেন তিনি তার অর্ধেকটা ব্যয় করেন ওষুধ কিনতে। তাছাড়া অনেককে বিনামূল্যে অনেকরকম ওষুধও দেন তিনি। আহতদের সাহায্য করার তার এই যে উদ্যোগ এটা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন যে তিনি নিজেও একজন আয়ুর্বেদিক বৈদ্য, তাই ওষুধ সম্পর্কে তাঁর জ্ঞান থাকায় অসুবিধা হয় না তাঁর।

অটোটির পিছনে ফ্রি অ্যাম্বুলেন্স সম্পর্কে যাবতীয় তথ্য লেখাই রয়েছে, লেখা রয়েছে তাঁর নম্বরও যাতে মানুষের প্রয়োজন পড়লে তাঁর সাথে যোগাযোগ করতে পারে। বহু মানুষকে ইতিমধ্যেই তিনি তাঁর অটো অ্যাম্বুলেন্স এর পরিষেবা দিয়েছেনও। তাঁর মতে, ‘পথে-ঘাটে মানুষ মারা যাওয়ার একটা বড় কারণ তাঁরা সময়মত সাহায্য পান না, অনেক মানুষ তা দেখেও এড়িয়ে যান। আমি তাঁদের মত হতে চাই না।‘

দিল্লির হাজার অটোর ভীড়ে হরজিন্দর সিং-এর অটো কিন্তু সহজেই চিনে নেওয়া যায় আলাদা করেই। তিনি কিন্তু যাত্রীদের থেকে ভাড়া চান না কখনোই, পরিবর্তে অটোয় রেখেছেন একটি ডোনেশন বাক্স। যাত্রীরা নিজে থেকেই সেখানে টাকা ফেলেন। এই বর্ষীয়ান মানুষটির এই মহৎ উদ্যোগ এক ও অদ্বিতীয়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...