বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশের উপর ভরসা করেই বেঁচে রয়েছেন তিনি। বাকি ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। আট বছর ধরে যক্ষ্মায় ভুগেছেন। জনসমক্ষে নিজেকে ‘যক্ষ্মা রোগী’ বলতেও তাঁর সমস্যা নেই। স্বাস্থ্য সংক্রান্ত এক অনুষ্ঠানে নিজের শরীর নিয়ে এমন কথাই বললেন বিগ বি অমিতাভ বচ্চন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা কতটা জরুরী সে বিষয়ে বলে গিয়ে তিনি এই কথা বলেন।
২০০৮ সালে যক্ষারোগের চিকিৎসা শুরু হয়েছিল। আগে থেকে কিছুই বুঝতে পারেননি। হঠাৎ যখন শরীর খারাপ হতে শুরু করে তখনই জানা গেল তিনি টিউবারকুলেসিসে আক্রান্ত হয়েছেন।
একাধিকবার শারীরিক সংকটে পড়েছেন ৭৬ বছর বয়স্ক এই অভিনেতা। কিন্তু সচেতনতা, শরীর চর্চায় ফিরে এসেছেন রোগ মুক্ত হয়ে।হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন।
যে কেউ যে কোনও সময় এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরী।
তাহলে আগাম সতর্কতার সুযোগ পাওয়া যায়। কোনো অসুখ মাথা চাড়া দেওয়ার আগেও প্রতিরোধ এবং প্রতিকারের সুযোগ মেলে। এই বার্তা দিতে চেয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
পোলিও, হেপাটাইটিস-বি, যক্ষা, ডায়াবেটিস ইত্যাদি রোগের সচেতনতামূলক প্রচারে তাঁকে নিয়মিত দেখা যায়।