খিদিরপুর ৭৪ পল্লী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

পুজো এসেছে, পুজোর গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে বাংলা তথা গোটা বিশ্ব জুড়ে| থিম বনাম সাবেকিয়ানার লড়াইয়ে ময়দানে প্রস্তুত অসংখ্য ক্লাব এবং দর্শনার্থীরা| আর তার সাথে তৈরী খিদিরপুর ৭৪ পল্লী|

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাষ্টুডিওতে হাজির হয়েছিল খিদিরপুর ৭৪ পল্লী| সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মহুয়া দাস, সহ সম্পাদক হাসি ঘোষ এবং সদস্য শুভরঞ্জন দে|

এই বছর খিদিরপুর ৭৪ পল্লী ক্লাবের দুর্গাপুজো ৬৪তম বর্ষে পদার্পণ করতে চলেছে| এই বছর তাদের থিম ‘ঢোল’| বাঙালির সবথেকে পুরোনো বাদ্যযন্ত্র ঢোলকে নিজেদের থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে তারা|

অন্যান্য বছরের মত এই বছরেও পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর উপস্থিতিতে খিদিরপুর ৭৪ পল্লীর পুজোর শুভ উদ্বোধন হতে পারে প্রতিপদ কিংবা দ্বিতীয়ায়| এছাড়া অষ্টমীতে একটি বৃদ্ধাশ্রমের সদস্যদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে|

আর ভোগ হিসেবে বেশ এলাহি আয়োজন করতে চলেছে খিদিরপুর ৭৪ পল্লী| সপ্তমীতে পোলাও, অষ্টমীতে লুচিভোগ এবং নবমীতে খিচুরিভোগ খাওয়ানো হবে ক্লাবের তরফ থেকে|

দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রোয় উঠে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে| সেখান থেকে খিদিরপুর যাওয়ার বাস ধরে নামতে হবে খিদিরপুর ক্রসিংয়ে| সেখান থেকে অল্প হাটলেই পৌঁছে যাবেন খিদিরপুর ৭৪ পল্লী ক্লাবের পুজোমন্ডপে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...