অস্ট্রেলিয়ায় ক্ষুদে খেলোয়াড়

বক্সিং ডে টেস্টে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান টিমের বিশেষ চমক ৭ বছর বয়সী লেগ স্পিনার আর্চি স্কিলার।  কোহলিদের বিপক্ষে এই ম্যাচে অংশগ্রহণ করবে আর্চি।  এর মধ্যেই দলে অংশগ্রহণ এর সাথে প্রাকটিস সেশনগুলোতেও যোগ দিয়েছে সে।  অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের হয়ে, নেট প্রাকটিস এ বোলিং করতে দেখা গেছে এই ক্ষুদে স্পিনার-কে। অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক টিম পেন এবং ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি-র সাথে ইভেন্টেও উপস্থিত থেকেছে আর্চি স্কিলার

সাত বছরের আর্চি-কে অস্ট্রেলিয়ান টিম নিয়ে আসবার কারণ নাকি বিরাট কোহলিবিরাটকেই আউট করতেই এসেছে সে।  অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার-কে নিজেই এ কথা জানিয়েছিল আর্চি। দলের পনেরোতম সদস্য হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে।

আপাতত ১-১ হয়ে রয়েছে সিরিজ। তাই তৃতীয় ম্যাচের জয়-ই মূল লক্ষ্য দুই পক্ষেরক্রিকেট মহল আর সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে সাত বছরের স্পিনারআগামী বুধবার ভারতীয় টিমের বিপক্ষে আর্চি স্কিলার-কে নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম

এটা শেয়ার করতে পারো

...

Loading...