ফিল্মি ফ্যামিলি প্রোডাকশন এবং এস কে মুভিজ-এর যৌথ প্রযোজনায় আসছে ওয়েব অরিজিনাল ফিল্ম ৭ নম্বর সনাতন সান্যাল। পরিচালক অন্নপূর্ণা বসু। কাহিনিকার অভিনন্দন বন্দ্যোপাধ্যায়।
গল্পটা বেশ হটকে। ৪৭ বছর ধরে সনাতন সান্যাল নামে এক মধ্যবিত্ত ছাপোষা ব্যক্তি রোজ খুঁজে বেড়ায় তারই নামের আরও কিছু মানুষকে। কারণ সে তার চাকরিটা টিকিয়ে রাখতে চায়। এ ভাবে কী ভাবে সে তার চাকরি টেকাবে তা সনাতন সান্যাল এবং পরিচালকই জানেন। আর এই খোঁজার মাঝে ঘটে যায় হাজারো ঘটনা।
সনাতনের স্ত্রী’র সঙ্গে তার যে অম্ল-মধুর সম্পর্ক তাও এই গল্পে রাখা থাকবে গুছিয়ে। অবশেষে সনাতন সান্যাল কি খুঁজে পায় তার নামের আরও কয়েকজন মানুষকে? সনাতন সান্যালের জীবন এর পর কোন দিকে ধাবিত হয় তা জানা যাবে ছবিটি দেখার পর। ছবিতে সাত জন সনাতন সান্যালকে পাবেন দর্শক। তার মধ্যে ছয় জন হলেন কৌশিক গাঙ্গুলি, শিলাজিত মজুমদার, সাহেব ভট্টাচার্য, সোহম মৈত্র, অধিকারী কৌশিক, দেবদূত ঘোষ।
সাত নম্বরের ব্যাপারটা একটু রহস্যজনক।গল্পের ট্যুইস্ট এই সাত নম্বরেই লুকিয়ে আছে বলে ভেবে নেওয়া যেতে পারে। এই ছয় জন সনাতন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাওলি চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল প্রমুখ। অনুসন্ধানকারী সনাতন সান্যালের চরিত্রে দেখা যাবে কৌশিক গাঙ্গুলিকে।
দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় এবং আহিরিটোলায় চলছে ছবির শুটিং। এই সপ্তাহের মধ্যেই ডাবিং-এর কাজও সেরে ফেলা হবে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই জি ফাইভ-এ আসছে ‘৭ নম্বর সনাতন সান্যাল’।