রাজ্যে তথা দেশে পঞ্চম দফার ভোট আজ চলছে। সারা দেশে মোট সাতটি রাজ্যের ৫১ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে আজ। রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে ভোট চলছে। হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছে, এছাড়া থাকছে ক্যুইক রেসপন্স টিম। গত চার দফার নির্বাচনে কিছুটা হলেও অশান্তি হয়েছিল, এবারে যাতে সেরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সাধারণ মানুষ তথা ভোটারদের, সে বিষয়ে নিশ্চিত করতেই এই ব্যবস্থা। সেই মতোই জেলা শাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অতিরিক্ত দু'কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কমিশন সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যেন কোনোরকম অশান্তি না হয়, সেদিকে নজর রাখতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতটি লোকসভা কেন্দ্রে মোট ৫৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রতিটি থানায় দু'টি করে কুইক রেসপন্স টিম থাকছে। ভিন জেলা থেকে কেউ যাতে ঢুকতে না পারে, তার জন্য প্রতিটি জেলার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বিভিন্ন জাতীয় সড়কে নাকা চেকিং চালানো হচ্ছে। স্থলপথের পাশাপাশি জলপথেও নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ফেরিঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সাতটি লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ কোটি, ১৬ লক্ষ, ৯১ হাজার ৮৮৯ জন। আজ মোট ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে রাজ্যে, যার মধ্যে ৩১ জন নির্দল প্রার্থী। মোট ১৬ হাজার ৪৯৬টি ইভিএম কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হচ্ছে এবং ১৮ হাজার ৭২০ টি ইভিএম ব্যালট ইউনিট ব্যবহার করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সাতটি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৩ হাজার, ২৯০ টি এবং ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৭ হাজার ৬৯১টি।
তবে ভোটগ্রহণের সময় পরিবর্তনের দাবি নাকচ করে দিয়েছে কমিশন বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, রমজান মাস পড়ে যাওয়ায় ভোটগং ভোরবেলা করা যায় কি না তার আবেদন জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। দিল্লির নির্বাচন সদনের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটগ্রহণ তাই নির্ধারিত সময়েই সম্পন্ন হবে।