অবাক করা চুরি

প্রবাদ বাক্যেই রয়েছে - 'দশ দিন চোরের আর এক দিন সাধুর'। সারা বিশ্ব জুড়ে প্রতি মুহুর্তেই কোথাও না কোথাও ঘটে চলেছে চুরির ঘটনা। মন-প্রান-ধন-দৌলত-বিদ্যা-বুদ্ধি এইসবকিছুই চুরি যায় তা আমরা জানি। সংবাদ মাধ্যমে নিত্যদিন উঠে আসে বিভিন্ন ধরনের ছোট-বড় চুরির ঘটনা। এবার প্রকাশ্যে এল বিস্ময় জাগানো আরও একটি চুরির ঘটনা।   

 

রাতারাতি উধাও হয়ে গিয়েছে ২৩ মিটার লম্বা ৫৬ টন ওজনের ব্রিজের একটি অংশ! ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাশিয়ার আর্কটিক অঞ্চলে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চুরির কিনারা করতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

 

রাশিয়ার মুর্মানস্ক অঞ্চলের উম্বা নদীর উপর তৈরি এই পুরনো ব্রিজটির মাঝের ৭৫ ভাগ লম্বা অংশ সম্প্রতি ভেঙে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের মে মাস নাগাদ ব্রিজ অন্তর্ধানের ব্যপারটি প্রথম নজরে আসে। এরপরেই সেই খবর প্রকাশিত হয় 'ভিকে' নামের রাশিয়ার একটি ওয়েবপোর্টালে। গত ১৬ মে সেই ছবি শেয়ার হয় ভিকে-র পেজে। সেখানে দেখা যাচ্ছে, সেতুর বেশ বড় একটা অংশ রয়েছে জলের নিচে। ১০ দিন পরে ভিকে সার্ভে করে আরও ছবি প্রকাশ করে। যে ছবিতে দেখা যায়, ব্রিজটার কোনও অস্তিত্বই আর নেই! নদীর জলের নিচে পড়ে থাকা ভাঙা অংশগুলোরও আর কোনও চিহ্ন নেই! কীভাবে এহেন কাণ্ড ঘটল তার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই।

(ছবি সৌজন্যেঃ ভিকে ডট কম)

 

'কোনও প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের অঘটন ঘটাতে পারে না', ব্রিজের 'এরিয়াল শট' নিয়ে সেই ছবি পোস্ট করে এই ক্যাপশনই দেওয়া হয়েছে নিচে। স্থানীয়দের মতে, সম্ভবত প্রথমে ব্রিজটিকে নামিয়ে আনা হয়েছে। তারপর চুরি করেছে কোনও ঘাঘু চোরের দল। অভিযোগ দায়ের করা হয়েছে কিরোভস্ক থানায়।

'ইন্ডিপেনডেন্ট' পত্রিকার দাবি, কিরোভস্ক প্রশাসন ইতিমধ্যেই এই তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত পুরনো ব্রিজের পুরনো লোহা বিক্রির উদ্দেশ্য চুরি করা হয়েছে ব্রিজটিকে। তবে কারা, কীভাবে এতো ভারি ব্রিজ চুরি করল, এখনও পর্যন্ত তা জানা যায়নি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...