মা - মা - গা - মা - পা
ধা - ধা -নি - ধা - পা
মা - মা - মা - গা - রে
সা - মা - গা - মা
কি ভাবছেন? এসব হিজিবিজি কি লেখা? আজ্ঞে না মশাই একটু মাথাটা খাটান না, কি? এখনো বুঝতে পারছেন না? আরে এ হলো আমাদের সেই বিখ্যাত ফেলুদা থিম সং এর নোটেশন, লেখার মধ্যে তো আর সুর করে গেয়ে শোনাতে পারবোনা তাই আর কি, কি বলছেন নোটেশন ভুল আছে? তা থাকতেই পারে এই অধম সংগীত বিশারদ নয় তাই ওসব একটু আধটু হতেই পারে মাফ করে দেবেন নিজ গুনে, আরে আসল কথাটাই তো বলা হচ্ছেনা, ঠিক ৫৩ বছর আগে যে 'ফেলুদার গোয়েন্দাগিরি' তে হাতেখড়ি হয়েছিল আজ সেই ফেলুদাকে নিয়েই একটা আস্ত একটা ডকুমেনটরি তৈরী করে ফেলেছেন পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়| 'ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'জ ডিটেকটিভ (50 Years Of Ray's Ditective)' তথ্যচিত্রে সাগ্নিক তুলে ধরেছেন সাহিত্যের ও সিনেমার ফেলুদার নানান খুঁটিনাটি।
"ফেলুদা", এই নামটা শুনলেই আট থেকে আশির বাঙালি একসুরে বলে ওঠে "এটা আমার", উচ্চতায় ৬ফুট ২ইঞ্চি, পেশায় প্রাইভেট ইন্ভেস্টিগেটর, রজনী সেন রোডের বাসিন্দা "সন্ধ্যা শশী বন্ধু" থুড়ি প্রদোষ চন্দ্র মিত্র বাঙালির হৃদয়ে সর্বদা বিরাজমান, আর এই ফেলুপ্রেম কে সাগ্নিক এমন ভাবে কাজে লাগিয়েছেন যে দর্শকদের "হিয়া টুপটাপ জিয়া নস্টাল"। এই তথ্যচিত্রে কি নেই? কলকাতা থেকে মুম্বই কিম্বা লন্ডনের ফেলুদা ভক্তদের সাক্ষাৎকার, ফেলুদার কাণ্ডকারখানা ঘটেছে যেসব জায়গায় সেইসব জায়গার পুনর্দর্শন, সিনেমার সাথে যুক্ত থাকা যেসমস্ত কলাকুশলীরা জীবিত রয়েছেন তাদের সাক্ষাৎকার, মুম্বই থেকে লন্ডন, বারাণসী থেকে জয়সলমির, কলকাতা থেকে শান্তিনিকেতনে চলেছে ছবির দৃশ্যগ্রহন পর্ব। পরিচালক আমাদের ফিরিয়ে নিয়ে গেছেন ক্যাপ্টেন স্পার্কের ঘরে, ঘুরে দেখিয়েছেন ঘোষাল বাড়ির আনাচকানাচ, এখন কেমন দেখতে গিরিধারীর বাড়ি, মুকুল কোথায় হোলি খেলতো সব কিছুই জীবন্ত হয়ে উঠেছে আমাদের সামনে, ঠিক যেন টাইম মেশিন, এক ধাক্কায় আমাদের নিয়ে গিয়ে ফেলেছে সেই ছোটবেলার শীতের বারান্দায় যেখানে দুপুর বেলায় আমরা ফেলুদার সঙ্গী হতাম।
গোবিন্দ নিহালনি ও সন্দীপ রায়ের সহকারী সাগ্নিক চট্টোপাধ্যায় ২০১৪ সালে এই তথ্যচিত্রের কাজে হাত দেন, গত ৭ই জুন থেকে নন্দন প্রেক্ষাগৃহে চলছে ছবিটির প্রদর্শনী। নস্টালজিয়া বা বাঙালির ফেলুদা প্রেমের কথা বাদ দিলেও কেবলমাত্র গবেষণার দিক থেকেও এই ছবিটি একটি অনন্য সম্পদ, যা আমাদের সমৃদ্ধ করবে। পরিচালক সাগ্নিক কে অনেক শুভেচ্ছা এই অনবদ্য প্রয়াসের জন্য।