সপ্তাহ শেষে গোটা প্রতিষ্ঠানজুড়ে খুশির হাওয়া। খড়্গপুর আইআইটি-র ফাইনাল প্লেসমেন্টে ৫ দিনে প্রতিষ্ঠানের ৫ জন পড়ুয়া পেলেন ১ কোটি টাকার বেশি বেতনের চাকরির প্ৰস্তাব। মোট ২ হাজার ৫জন ছাত্র-ছাত্রী প্লেসমেন্টে সুযোগ পেয়েছেন। যাদের মধ্যে ৫০ শতাংশ ইতিমধ্যেই চাকরির প্রস্তাব পেয়েছেন। তাদের মধ্যে আগেই চাকরি পেয়ে গেছেন ২৮০ জন।
বিশ্বের সমস্ত নাম করা সংস্থা চাকরির প্রস্তাব নিয়ে জমা হয়েছে খড়্গপুর আইআইটি-তে। এই সংস্থাগুলির মধ্যে আমেরিকার সংস্থাগুলির তুলনায় জাপানের সংস্থাই ৫০ শতাংশ। উল্লেখ্য, আইআইটি-র এক আধিকারিক জানিয়েছেন, প্লেসমেন্ট শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মোট ১৪৪টি সংস্থা এসেছে চাকরির প্রস্তাব নিয়ে। আমেরিকান বহুজাতিক সংস্থাগুলি থেকে ইতিমধ্যেই পড়ুয়ারা মোটা অংকের টাকার চাকরির প্রস্তাব পেয়েছেন। তিনি আরও বলেন, ২০১৭ এবং ২০১৮ সালে মোট ২৬ জন পড়ুয়া ৪৪ টি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলেন। সেগুলির মধ্যে বড় অংশের প্রস্তাব এসেছিল জাপানি সংস্থার তরফে। গত পাঁচ দিনে যে দু'হাজার পাঁচ জন প্লেসমেন্ট পেলেন, তাদের পড়া শেষ হবার পর চাকরিতে নিয়োগ করা হবে।
আইআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মোট এক হাজার পড়ুয়া চাকরির প্রস্তাব পেয়েছেন। তার মধ্যে ২৮০ জনের চাকরি কনফার্ম হয়ে গেছে। যা রীতিমতো রেকর্ড। এগুলির মধ্যে ৬০ শতাংশ সংস্থা সফ্টওয়্যার অ্যানালিসিস ভিত্তিক। ৩০ শতাংশ অন্য তথ্য প্রযুক্তি সংস্থা এবং বাকি ১০ শতাংশ ব্যাঙ্কিং ভিত্তিক সংস্থা। এছাড়াও এই তালিকায় রয়েছে নামীদামি আবাসন, ইস্পাত, কয়লা, সিমেন্ট প্রস্তুতকারী সংস্থাও। চাকরির মন্দার বাজারে এ হেন খবর আশার সঞ্চার করে বৈ'কি।
@IITKgp has set a new record of 1000+ placement offers in 5 days. The top recruiting domains are software and analytics (60%), core (30%) and banking, finance (10%).https://t.co/1x5mCvkoyG@HRDMinistry @PIBHRD @PIB_India pic.twitter.com/olFlVWAouY
— IIT Kharagpur (@IITKgp) December 6, 2019