৫ লক্ষ টাকার বিমা ঘোষণা গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য

 

১১ থেকে ১৭ জানুয়ারির মধ্যে যাঁরা গঙ্গাসাগর যাবেন, তাঁদের জন্য রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে বিমা দেবে। মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেছেন সোমবার। গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য এবারে আর্থিক সুরক্ষার ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

                      মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন গঙ্গাসাগরে। কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী পুজো দেন সোমবারে। এর পর সাংবাদিক সম্মেলনে গঙ্গাসাগরে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন মেলায় আসা পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে নজর রাখছে। ১৫ জানুয়ারি বুধবার ভোর থেকেই গঙ্গাসাগরে পুণ্যস্নান শুরু হয়ে যাবে। সেই পুণ্যস্নানে যোগ দিতে প্রতি বছরের মতোই এ বছরেও গঙ্গাসাগরে ভক্ত সমাগম হবে। তাই অতিরিক্ত কর্মী নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। গোটা চত্বর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নিরাপত্তার মাধ্যমে।

                      এবারে মেলার বিষয়ে জানতে যাতে কোনওরকম অসুবিধে না হয়, তাই শনিবার জেলাশাসক পি উলগানাথন 'গঙ্গাসাগর মেলা সহায়তা' নামে একটি অ্যাপের উদ্বোধন করেন। এই অ্যাপটি যে কোনও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে মেলা সংক্রান্ত যত তথ্যের প্রয়োজন সব জানা যাবে। এছাড়াও সাগর স্নানের ছবিও দেখা যাবে ঘরে বসেই। এবারে ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চালানো হবে। পাশাপাশি জলপথে নজরদারি চালাবে উপকূলরক্ষীবাহিনী। নিরাপত্তার ঘেরাটোপে মেলা প্রাঙ্গণকে মুড়ে ফেলতে সাগর প্রাঙ্গনে চক্কর কাটবে ড্রোন এবং হেলিকপ্টার। থাকবে হিলিয়াম বেলুনে ক্যামেরার নজরদারি। পুলিশ সূত্রে জানা গেছে, পুণ্যার্থীদের নিরাপত্তায় ১০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...