৪৭ পল্লী যুবকবৃন্দ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

দূর্গাপুজোর আগমনী বার্তা এসেই গেছে| আর পুজোর আগমণের সাথে সাথে প্রস্তুতি চলছে বিভিন্ন ক্লাবের মন্ডপসজ্জা| আর একইরকম ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর কলকাতার অন্যতম বড় একটি পুজো ৪৭ পল্লী যুবকবৃন্দ|

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় উপস্থিত হয়েছিল ৪৭ পল্লী যুবকবৃন্দ| জিয়ো বাংলার ষ্টুডিওতে সঞ্চালক ইকেবানার সাথে কথা বললেন ক্লাবের সংগঠক আভাষ বড়ুয়াপুষ্পক মুখার্জি এবং ক্লাবের যুগ্ম সম্পাদক রমেশ মিত্র|

এই বছর ৪৭ পল্লী যুবকবৃন্দ ক্লাবের দুর্গাপুজোর ৫৯তম বর্ষ পড়তে চলেছে| এই বছর তাদের পুজোর থিমের ভাবনা ‘স্বপ্নের উড়ানে মা আসছে’| থিমটা ঠিক কিরকম, জানতে ইচ্ছে করছে নিশ্চই? তাহলে কিন্তু আসতেই হবে ৪৭ পল্লী যুবকবৃন্দ| আর যদি ভোগের কথায় আসি তাহলে অষ্টমীর দিন খিচুরিভোগ এবং নবমীর দিন পোলাও ভোগ দেওয়া হয়ে থাকে এই ক্লাবের তরফ থেকে| দমদম কিংবা কবি সুভাষগামী কোনো মেট্রোয় উঠে নামতে হবে সেন্ট্রাল মেট্রো স্টেশনে| সেখান থেকে ইসলামিয়া হাসপাতালের দিকে হাটলেই পেয়ে যাবেন ৪৭ পল্লী যুবকবৃন্দ ক্লাবের পুজোমন্ডপে| 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...