বিদেশের মাটিতে এবার দেখা মিলল এক জাতিস্মরের, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির প্রিন্সেস ডায়ানা-র ছবি দেখে হঠাৎই ৪ বছরের ছোট্ট বিলি বলে উঠল "এটা আমি, যখন রাজকন্যা ছিলাম"। সে কখনো দেখেনি রাজকুমারীকে, জানত না ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে কোনো তথ্য। কিন্তু হঠাৎই একদিন একটি কার্ডে প্রিন্সেস ডায়ানার ছবি দেখে বিলির এই দাবি বেশ চমকেই দেয় তার বাবা মা কে। বিলি অস্ট্রেলিয়া-নিবাসী, তার বাবা ডেভিড ক্যাম্পবেল অস্ট্রেলিয়ার এক টিভি সঞ্চালক। স্টেলা পত্রিকায় নিজের কলামে ক্যাম্পবেল নিজেই জানিয়েছেন এই তথ্য।
মাত্র দু বছর বয়স থেকেই ছেলের এই দাবি প্রথমে হালকা ভাবে বিলির বাবা-মা নেন, কিন্তু ক্রমশ বিলি তার পূর্বজন্ম সম্পর্কে এমন সব কথা বলতে থাকে যা তার পরিবারের সবাইকে ভাবতে বাধ্য করে। ডায়ানার জীবন-মৃত্যু সবকিছুরই নিখুঁত বর্ণনা দিতে শুরু করে বিলি। পরে বাবা ক্যাম্পবেল যখন যাচাই করে দেখে তখন বিলির বলা তথ্যগুলি হুবহু মিলে যায় রাজকুমারী ডায়ানার সঙ্গে। প্রিন্সেস ডায়ানার জন নামে এক ভাই ছিল যে তার জন্মের কিছুক্ষন পরেই মারা যায়, তাও রাজকুমারীর জন্মের এক বছর আগে। বিলি কিন্তু নির্ভাবনায় বলে দেয় সেই কথা যা হয়তো অনেক লোকেরই অজানা। বিলি এ-ও বলে যে তার উইলিয়াম ও হ্যারি নামে দুটি ছেলেও ছিল। জীবনে কখনও না দেখলেও ব্রিটিশ মহারানির প্রিয় নিবাস বলমোরাল প্রাসাদের বর্ণনাও দিতে শুরু করে বিলি। প্রাসাদের কারুকার্যে 'ইউনিকর্ন' রয়েছে বলে জানায় ওই শিশু। প্রসঙ্গত উল্লেখ্য, স্কটল্যান্ডের জাতীয় পশু হল এক শিংওয়ালা ঘোড়া 'ইউনিকর্ন' যার ব্যবহার রয়েছে বালমোরাল প্রাসাদের স্থাপত্যশিল্পে।
শুধু এটুকুই নয়, ১৯৯৭ সালের ৩১ অগস্ট প্যারিসে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় ডায়ানার, আর তার ১৮ বছর পরে জন্মগ্রহণ করে বিলি। কিন্তু বিলি জানে তার পূর্বজন্মের মৃত্যুর কথাও। এতকথা সে জানলো কি'করে তা নিয়ে স্টেলা পত্রিকায় নিজেই নিজের বিস্ময় প্রকাশ করেছেন বিলির বাবা ডেভিড ক্যাম্পবেল। হয়তো বড় হওয়ার সাথে সাথে বিলি ভুলে যাবে এই সকল কথা না কি সাধারণ মানুষের রাজকুমারীর পুনর্জন্মের অনুভূতি নিয়েই সে এগিয়ে চলবে জীবনের পথে, এটা সময়ই বলবে- জানান তিনি।