জরায় ধুঁকছে ৯০ বছরের ঐতিহ্য

সালটা ১৯২৮, তৎকালিন মানুষদের শ্রীরামপুর থেকে কলকাতা যাতায়াত করার জন্য একমাত্র লাইফলাইন ছিল ৩ নম্বর রুটের বাস তখন  তেমন ভাবে সরাসরি রেল পরিষেবা না থাকার ফলে এই বাসই ছিল মানুষের একমাত্র ভরসা কিন্ত সময়ের সাথে সাথে বদলেছে ছবিটা। তাই টানা ৯০ বছর পরিষেবা দেওয়ার পর অবশেষে চির বিশ্রামে চলে যেতে বসেছে এই বাস। একসময় এই  রুটে চলত ৬৯ টি বাস, শ্রীরামপুর থেকে বাগবাজার সল্টলেক যাওয়ার জন্য এই বাসই ছিল একসময়ের মাধ্যম|  কিন্তু দিন বদলেছে, বদলেছে ব্যস্ত যাত্রীদের ব্যস্ততার ছবিটাও| বেড়েছে রেল মেট্রো পরিষেবা, তাই বাসের সংখ্যা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে   থেকে টিতে, যাতায়াতও সময় সাপেক্ষ, যার ফলে কমেছে যাত্রীর সংখ্যা|  ব্যস্ত সময়ে গন্তব্যে চটজলদি পৌছাতে ভরসা টোটো অটোই| এই বাস ইউনিয়নের তরফে জানানো হয়েছে যে এই দুরপাল্লার বাসে লাভের থেকে লোকশানের অঙ্কই এখন বেশি| তবে বেশিরভাগ যাত্রীরা তাদের এই বহুদিনের পুরানো নিত্য যাতায়াতের সঙ্গীকে ত্যাগ করতে নারাজ| বহুদিনের ঐতিহ্য, সাথে জড়িয়ে আছে ভালবাসা আর অনেকটা ইতিহাস তাই তার মায়া ত্যাগ করাও খুব কঠিন| তাই যাই হয়ে যাক না কেন এই বাস পরিষেবা বজায় রাখার আর্জি জানিয়েছে যাত্রীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...