চিকিৎসাবিজ্ঞানে অভূতপূর্ব এক আবিষ্কার নাড়া দিয়ে গেল গোটা বিশ্বকে| ছোট চেরির মত দেখতে একটি জিনিস! আর তার মধ্যেই রয়েছে শিরা, ধমনী থেকে শুরু করে প্রকোষ্ঠ এবং নানা কোষ| হ্যাঁ, এরকমই একটি হৃদয়ের সদৃশ আবিষ্কার করে গোটা বিশ্বতে সাড়া জাগিয়ে দিয়েছেন ইসরায়েলের গবেষকরা| এই ছোট জিনিসটির নামকরণ করা হয়েছে থ্রিডি প্রিন্ট| সম্প্রতি এই প্রযুক্তি কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ মানব হৃদয় তৈরী করতে সক্ষম হয়েছেন তাঁরা| নতুন প্রযুক্তিকে মানবসেবার কাজে লাগাতে পেরে যথারীতি আপ্লুত তাঁরা|
তেলআভিভ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরী এই থ্রিডি প্রিন্টেড হার্টটিই বিশ্বের প্রথম সফল থ্রিডি প্রিন্টেড হার্ট| গবেষকরা জানাচ্ছেন, এই হৃদপিন্ডটি দেখতে খানিকটা খরগোশের হৃদপিন্ডের মত| আকারে ও আয়তনে খরগোশের হৃদপিন্ডেরই সদৃশ| এই হৃদপিন্ডের আসল হৃদপিন্ডের মত পাম্পিং ক্ষমতাও বর্তমান| যদিও এখন তা খুবই কম তবে গবেষকদের আশা খুব শিঘ্রই এই হার্টের পাম্পিং ক্ষমতা বাড়াতে সক্ষম হবেন তাঁরা| তাঁরা জানিয়েছেন, এই হার্ট পরবর্তীকালে অঙ্গদানের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে| কারণ এই হার্ট নিয়েই সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবেন একজন মানুষ|
সম্প্রতি অ্যাডভান্স সায়েন্স নামক একটি জার্নালে এই গবেষনার কথাটি প্রকাশিত হয়েছে| জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই হৃদযন্ত্রটির ‘বায়োইঙ্ক’ তৈরী করার জন্য একধরনের ‘পার্সোনালাইজড হাইড্রোজেল’ও তৈরী করেছেন বিজ্ঞানীরা| বায়োইঙ্ক হলো এমন একটি বস্তু যা থ্রিডি প্রিন্টের জটিল কোষের মডেল তৈরী করতে ব্যবহৃত হয়ে থাকে|
মানব হৃদয় তৈরির এই প্রক্রিয়া শুরু হয়েছিল মানুষের শরীর থেকে ফ্যাটি টিস্যু সংগ্রহ করে| এই টিস্যুর মধ্যে থাকা কোষীয় উপাদান এই প্রিন্টিং এর ক্ষেত্রে ইঙ্ক বা কালি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে| এই প্রক্রিয়াটি শুরুর আগে রোগীর শরীর থেকে সংগ্রহ করা হয়েছিল ফ্যাটি টিস্যু| তারপর সেই টিস্যু থেকে সমস্ত কোষীয় উপাদান আলাদা করা হয়| এরপরই যথারীতি কোলাজেন এবং গ্লাইকোপ্রোটিন থেকে তৈরী হয় পার্সোনালাইজড হাইড্রোজেল যা পরবর্তীকালে প্রিন্টিং এর ইঙ্ক হিসেবে ব্যবহার করেন তাঁরা| যেই মুহুর্তে হাইড্রোজেল রোগীর শরীরের স্টেম সেলের সাথে মিশ্রিত হতে শুরু করে তখনই বিজ্ঞানীরা পেশেন্ট স্পেসিফিক হার্ট তৈরী করতে সক্ষম হন|
আপাতত, এই হার্ট-এর আরও ইমপ্রুভমেন্ট করতেই ব্যস্ত বিজ্ঞানীরা| তাঁরা চান, যত দ্রুত সম্ভব এই হার্ট কোনো প্রাণীর শরীরে লাগিয়ে পরীক্ষা করে নিতে| তাঁরা জানিয়েছেন, এইরকম সফলভাবে থ্রিডি প্রিন্টেড হার্ট তৈরী করা সম্ভব হলেও মানব শরীরে এই হৃদয় বসতে এখনো বেশ কিছু বছর অপেক্ষা করতে হবে সকলকেই|