চালু হল থ্রিডি ডিজিটাল থিয়েটার

বিজ্ঞানকে আরও উন্নততর করতে, সায়েন্স সিটিতে এবার চালু হল থ্রিডি ডিজিটাল থিয়েটার। বহু অপেক্ষার পর আজ সোমবার নতুন রূপে, নতুন ভাবে শুরু হতে চলেছে এই নয়া থিয়েটার। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এর সূচনা করবেন। প্রযুক্তিগত কারণে দীর্ঘ ১ বছরের ও বেশি সময় ধরে বন্ধ রাখা হয় এটি। অবশেষে প্রযুক্তি ব্যবস্থার কাজ শেষ হওয়াতে আজ থেকে চালু হচ্ছে এই থিয়েটার। এই থ্রিডি শো দেখার জন্যে বহুদিন ধরেই আশাবাদী ছিল দর্শকরা। আর সেই আশাই এবার সফলতার রূপ পেল, সোমবার থেকে চালু হল বহু প্রতীক্ষিত এই ডিজিটাল থিয়েটার। সায়েন্স সিটির কর্তৃপক্ষদের বিশ্বাস যে, দর্শকরা ডাইনোসরদের বিবর্তন জানার চেয়েও এই থ্রিডি শো টাকেই আরও বেশি করে প্রাধান্য দেবে। জানা যাচ্ছে, সায়েন্স সিটি-তে এই থ্রিডির জনপ্রিয়তা আগে থেকেই ছিল। এই প্রকল্পের পিছনে  খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা এমনটাই জানান সায়েন্স সিটির ডিরেক্টর শুভব্রত চৌধুরী।        

এটা শেয়ার করতে পারো

...

Loading...