৩৭ বছরেই কোটিপতি ‘মাস্টারমশাই’ বাইজু রবীন্দ্রন

ভারতের দক্ষিণ উপকূলে খুব সাধারণ পরিবেশে বেড়ে উঠেছেন বাইজু। সারাদিন নানা খেলাধুলোতেই কেটে যেত তাঁর সময়। শিক্ষকতার প্রতি তাঁর আগ্রহ তাঁকে খুব অল্প বয়সে সাফল্য এনে দিয়েছিল। পেশায় স্কুল মাস্টার ছিলেন তিনি। তাই ছাত্র সহায়ক একটি অ্যাপ বানিয়েছিলেন। আর তার জেরেই আজ কোটিপতি তিনি।

বাইজু রবীন্দ্রন। বয়স মাত্র ৩৭। জানালেন, বিনোদনের জন্য যেমন মাউস হাউসকে বানানো হয়েছে, তেমনি দেশীয় শিক্ষার জন্য  বানানো এই অ্যাপ। চারদিকে সমস্ত শিশু এখন ‘সিমবা’ আর ‘মোওনায়’ মগ্ন। ব্যপারটা আরও বাড়ার আগেই তাঁদের চোখ শিক্ষার দিকে ফেরাতে হবে।

বিত্তের দিক থেকে ভারত নাটকীয় উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। তাঁর সাথে পাল্লা দিয়ে একঝাঁক নতুন ব্যবসায়ীরাও এগিয়ে আসছেন। অন্য দিকে, অন-লাইন পড়াশোনার ক্ষেত্র ক্রমে প্রসারিত হচ্ছে। তার সাথে ২০২০-র মধ্য অনলাইন পড়াশোনার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলেই মনে করা হচ্ছে। সে সাথে, তাঁর এই প্রকল্পের ভবিষ্যতও উজ্জ্বল বলেই মনে করছে বিভিন্ন মহলে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...