‘আঁকিয়েদের আড্ডা’র জন্মদিনে তিনদিন ব্যাপি শিল্পপ্রদর্শনী

সোশ্যাল মিডিয়া নতুন এক বিপ্লবের জন্ম দিয়েছে। মত প্রকাশ তো বটেই নিজেকে প্রকাশ করার জন্যও জরুরী মঞ্চ। যে প্রতিভা সুযোগের অভাবে আড়ালেই থেকে যেত তার প্রকাশ ঘটছে। শুধু প্রকাশ নয়, সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে আত্মপ্রকাশের অনুঘটক।

সেই ভাবনারই ফসল’ আঁকিয়েদের আড্ডা’ গ্রুপ। শুরুর দিকে ফেসবুকে কয়েকজন শিল্পপ্রেমীর উদ্যোগে তৈরি হয়। উদ্দ্যেশ্য রং-রেখা প্রেমী মানুষদের এক জায়গায় করা। শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দেয় এই গ্রুপ। এপার বাংলা তো বটেই, ওপার বাংলার আঁকিয়েরাও নিয়মিত তাদের আঁকা ছবি পোস্ট করে থাকে। হরেক দেশের হরেক মানুষ মিলিয়ে গ্রুপ এখন ৩৭,০০০ আঁকিয়েদের আড্ডা।

এভাবেই এক বছর পার। গ্রুপের এক বছর উপলক্ষে আঁকিয়েদের আড্ডা ফেসবুক গ্রুপের তরফ থেকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই তিনদিনের প্রদর্শনী ‘সকলের-জন্য-উন্মুক্ত। ‘দেবভাষা’ প্রদর্শনীশালায়।  

অংশগ্রহণ করছে ত্রিশাধিক শিল্পী।উৎসাহ দেখিয়েছেন ওপার বাংলার মানুষেরাও।  ১২ ডিসেম্বর প্রদর্শনীর আনুষ্ঠানিক করবেন শিল্পী কৃষ্ণেন্দু চাকী।

গ্রুপের সদস্যদের আঁকা ছাড়াও থাকবে বিভিন্ন হাতে তৈরি সামগ্রী।  শিল্পদ্রব্য কেনার সুযোগও থাকছে। প্রদর্শনীর ডিজিটাল পার্টনার জিয়ো বাংলা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...