বোমাতঙ্ক ফ্রাঙ্কফুর্টে

 

ইওরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের হেডকোর্টার্স-এর কাছে ফ্রাঙ্কফুর্ট-এ গত শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ৫০০ কেজি ওজনের এক বিশাল বোমা উদ্ধার হল। ওই এলাকায় চিড়িয়াখানার কাছে নির্মাণকাজ চলার সময় মাটির নিচে পুঁতে রাখা ওই বোমাটি সামনে আসে। বোমাটির মাথায় বসানো দু'টি ডিটোনেটর-এর মধ্যে একটিতে মাটি চাপা থাকায় বেশি আতংক ছড়ায়।

     পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী সেই কারনে ঝুঁকি নিতে চায়নি।ফ্রাঙ্কফুর্টের অস্টেন্ড এলাকার প্রায় ১৬,৫০০ জন বাসিন্দা কে অন্যত্র চলে যাবার নির্দেশ দেওয়া হয়।সকালবেলায় লাউডস্পিকারে সাহায্যে বাসিন্দাদের ঘটনার বিষয়ে জানিয়ে এলাকা খালি করে দেবার আর্জি জানানো হয়। এলাকায় অবস্থিত একটি নার্সিং হোমের প্রায় ২৫ জন কোমায় আচ্ছন্ন এবং স্ট্রোকে আক্রান্ত রোগীদেরও অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে বন্ধ রাখা হয়েছে ফ্রাঙ্কফুর্ট চিড়িয়াখানা। অনেকেই এই দুর্যোগের সময়ে প্রতিবেশীদের সঙ্গে আলাপ করতে পেরে খুশি। তাঁদের বক্তব্য, এমনিতে তো কারো সঙ্গে কথা হয়না। কেউ আবার বাচ্চাদের নিয়ে সারা দিন ছুটির আমেজে কাটিয়েছেন।

     এলাকার সব লোক চলে যাওয়ার পর রবিরার বিকেলে পুলিশ বাহিনীর সঙ্গে দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ জুন জার্মান শহরে আরও একটি দুই ডিটোনেটর যুক্ত বোমা পাওয়া গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৭৫ বছর পর জার্মানির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বোমা উদ্ধার হচ্ছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...