দেখে নিন নিরি নাইন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা হল কোন কোন ছবি

সিনেমাপ্রেমীদের মন আর মগজ জুড়ে এখনও অস্কারের মঞ্চে ভারতের সাফল্যের সোনালী রেশ। যে কোনও আলোচনা আর আড্ডায় ফিরে ফিরে আসছে তার কাহিনি। এই আবহেই কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপি ‘নিরি নাইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’।

২৫-২৬ মার্চ অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সীমা বিশ্বাস, সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এবং কার্লিটা মোহিনী। উৎসব প্রথম অনুষ্ঠিত হয় ২০২১-এ গুয়াহাটিতে। সাড়া জাগিয়েছিল সেই আয়োজন।

স্বল্প দৈর্ঘ্যের ছবি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি আর তথ্যচিত্র এই তিনটি বিভাগে ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মোট ২০ টি ছবি মনোনিত হয়েছে। পূর্ণ্য দৈর্ঘ্যে মনোনয়ন পেয়েছে ৮টি ছবি। এবং তথ্যচিত্রের তালিকায় আছে ৫টি ছবি।

উৎসব শেষের দিন সেরার সম্মান তুলে দেওয়া হয় বিজেতাদের হাতে। সেরা ফিচার ফিল্মের প্রথম পুরস্কার পেয়েছে ‘নিতান্ত সহজ সরল’। দ্বিতীয় পুরস্কার ‘ওঝা’। তৃতীয় পুরস্কার ‘পানিসোকরি’। সেরা পরিচালক মৃদুল গুপ্তা। সেরা তথ্য চিত্র ‘ ম্যান অ্যান্ড দ্য ওয়াইল্ড’। দ্বিতীয় সেরা ‘খেজুরি’। তৃতীয় সেরা ‘বীরুবালা’। বিশেষ জুরি সম্মান পেয়েছে পাকিস্তানের ছবি ‘নোম্যাড নিডস’। সেরা তথ্যচিত্র পরিচালক পলাশ দাস।

স্বল্পদৈর্ঘ্যের সেরা ছবির সম্মান পেয়েছে ‘উকিরড্যাছা ঘরত’। দ্বিতীয় সেরা ‘রেড’ এবং তৃতীয় সেরা ‘মালালা উইপস করোনা গো’।

নিরি নাইন এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। নানা রকম সিরিজের সঙ্গে সঙ্গে নতুনদের কাছে চলচ্চিত্র প্রতিভা প্রকাশের মাধ্যম হয়ে ওঠেছে। দেশ বিদেশ থেকে প্রায় ৩০০ ছবির সিনেমা থেকে বেছে নেওয়া হয়েছে উৎসবের ছবি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...