সকলকেই দৈনন্দিন জীবনে কাজে-অকাজে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়। ট্রাভেল করতে গিয়ে রুমাল, ছাতা, ব্যাগ –এগুলো হারিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যাতায়াতের পথে মেট্রো বা ট্রেন সফরে মাঝে মধ্যে টাকা পয়সা হারানোও ‘কমন’। কিন্তু আন্দাজ করতে পারবেন, যাত্রীদের হারানো টাকা পুনরুদ্ধার করে মেট্রোর তহবিলে ঠিক কত অঙ্কের টাকা জমা হয়েছে?
যদি বলি সেই টাকার পরিমান ২.৮ কোটি! অবাক হচ্ছেন? আমাদের দেশে যেখানে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছেন, সেখানে এত পরিমান টাকা মেট্রোতে ফেলে চলে যাওয়ার কথা ভাবা যায়?
হ্যাঁ, এমনটিই ঘটেছে দিল্লি মেট্রোতে। সূত্রের খবর, যাত্রীরা ফেলে গিয়েছেন মোট ২.৮ কোটি টাকা মূল্যের সম্পত্তি। দিল্লী মেট্রোতে প্রতি নিয়ত কেউ কিছু না কিছু ফেলে যান। দায়িত্বে থাকা দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(CISF) সপ্তাহের সাতদিন সবসময়ই পরিষেবা দিয়ে চলেছে উদ্ধারকার্যে, ২০১৬ সাল থেকে যাত্রীদের হারানো সম্পদের পরিমান প্রায় ২.৮ কোটি টাকা, যা উদ্ধার করেছেন তাঁরা।
জানা যাচ্ছে, চলতি বছরে ১লা জানুয়ারী থেকে ৩০শে জুন পর্যন্ত সিআইএসএফ দ্বারা জমায়েত টাকার পরিমান ৫৯,৮৭,৬৪৫ টাকা, যা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। ২০১৮ সালে ৮১,০৮,৬০২ টাকা, ২০১৭ সালে ৭০,৭৩,৮০২ টাকা এবং ২০১৬ সালে ৭৫,১৫,৫৩৭ টাকা উদ্ধার করে সিআইএসএফ।
এছাড়াও জানা যায়, ২০১৬ সালের ১লা জানুয়ারী থেকে ২০১৯ সালের ৩০শে জুন অবধি পাওয়া এইসব সম্পত্তির মধ্যে শুধু টাকা নয়, ছিল চেকস বা ড্রাফ্ট, বিদেশী মুদ্রা, ল্যাপটপ, ক্যামেরা, সোনা-রুপোর গয়না, ঘড়ি, ট্যাবলেট-মোবাইল-আইপডস ইত্যাদি সেগুলির মূল্য লক্ষ লক্ষ টাকা।
সিআইএসএফ-এর সহকারী অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর জেনারাল, হেমেন্দ্র সিং জানিয়েছেন, তাঁরা প্রতিদিন ৩০ লক্ষ যাত্রী নিয়ন্ত্রণ করেন এবং বিগত ৬ মাসের মধ্যে প্রায় ৫৯.৮৭ লক্ষ নগদ টাকা তাঁরা পুনরুদ্ধার করেছেন।