২৬ মার্চ: এক নজরে তারিখের ইতিহাস

২৬ মার্চ ২০১৯, সোমবার ১২ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৫ তম (অধিবর্ষে ৮৬ তম) দিন। এক নজরে দেখে নিন। ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলী:

১৯৭১ : ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ৷ ২৫শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশিরা এই দিন থেকে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে৷ রাতেই তৎকালীন পূর্ব বাংলার পুলিশ, ইপিআর সেনাবাহিনীর সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ, সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ৷ মাসের যুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা৷ জন্ম হয় বাংলাদেশের৷

২০১৫ : গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি

১৭৭৪ : এই দিনে কলকাতায় সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠিত হয়।

জন্ম:

১৯০৭ - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি। তিনি নারী শিক্ষার প্রাসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। হিন্দি কাব্যধারার "ছায়াবাদ" ঘরানার (১৯১৪-১৯৩৪) একজন উল্লেখযোগ্য কবি মহাদেবী বর্মা ।এলাহাবাদে "প্রয়াগ মহিলা বিদ্যাপীঠে" তিনি বহু বছর অধ্যক্ষা এবং উপাচার্য ছিলেন। তিনি চিত্রকর হিসাবেও খ্যাতিলাভ ক্রেন।তিনি অসংখ্য ছোট গল্প লেখেন।"গিল্লু" গল্পটির জন্য তিনি অনেক সমাদর পান। তাঁর গ্রন্থ গুলি হল - নীহার(১৯৩০), রেশমী(১৯৩২), নীরজা(১৯৩৪), সন্ধ্যাগীত(১৯৩৬), দীপশিখা(১৯৩৯), অগ্নিরেখা (১৯৯০, তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়)

১৯৩১ - লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা।

১৮৭৪ : মার্কিন কবি রবার্ট ফ্রস্টের জন্ম।

১৯৪১ - রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক।

মৃত্যু:

১৮২৭ - বিশ্বের সঙ্গীত জগতের অবিস্মরণীয় প্রতিভা, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুডউইগ ভ্যান বেটোফেন মারা যান। লুডভিগ ফান বেটোফেনের জন্ম ১৭৭০ সালের ১৭ই ডিসেম্বর৷ এমন এক সময়ে যখন মানুষের কাছে সংগীতের খুব একটা গুরুত্ব ছিলনা৷ একদিকে হয়তো চলছে তাস খেলা কিংবা গল্পগুজবে মেতে আছে লোকে নেপথ্যে ভেসে আসছে হালকা কোনো গান৷ দৃশ্যটা ছিল অনেকটা এই রকম৷ কিন্তু বেটোফেন চেয়েছিলেন সংগীতকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে আনতে৷ স্বরলিপি ছাড়াই সৃষ্টি করেছেন অনেক বিখ্যাত

বিখ্যাত সংগীত৷ সৃষ্টি করেছেন সোনাটা, সিম্ফনি, বাজিয়েছেন পিয়ানো অর্কেস্ট্রা৷

১৯৭১ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...