ক্লাব প্রতি ২৫০০০অনুদান

এলাকায় পরিচ্ছনতা অভিযানে এবার এগিয়ে আসবে এলাকার ক্লাবগুলি। পরিচ্ছন্নতার স্বার্থে এমন কার্যকরী উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা।এই এলকাকার ৩৫ টি ওয়ার্ডের টি ক্লাবে একেকটিকে ২৫০০০ টাকা করে দেবার জন্য চলতি অর্থবর্ষে ২২৬ কোটি টাকার বাজেট পেশ করা  হয়েছে।এই অর্থ শুধুমাত্র পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বা অন্যান্য মশাবাহিত রোগ থেকে দূরে থাকার কর্মসূচিতে ব্যয় করবে এলাকার সংশ্লিষ্ট ক্লাবগুলি। খেলাধুলার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা যাবে না। 

    ক্লাবের সাথে এলাকার বাসিন্দাদের বেশ ভালো যোগাযোগ রয়েছে তাই দক্ষিণ দমদম এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ৩৫ লাখের কাছাকাছি টাকা বরাদ্দ দেবার  সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পুরসভার অর্থ বিভাগের মেয়র পারিষদ প্রদীপ মজুমদার। সম্প্রতি ২২৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ করেন পুরসভার একাউন্ট কিমিটির চেয়ারম্যান প্রদীপ মজুমদার। এই অর্থ বরাদ্দের ভিতরেই সামাজিক কারনে ক্লাবগুলোর জন্য 'আমার শহর ,পরিচ্ছন্ন শহর’ নামে একটি প্রকল্প শুরু করা হয়| এই প্রকল্পের আওতার পুরসভার প্রতিটি ওয়ার্ডে তিনটি বাড়িকে পরিচ্ছন্নতার জন্য পুরস্কৃত করা হবে। এই পুরস্কার মূল্য ২৫০০০ টাকা, বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এই উদ্যোগে সাধারণ নাগরিক উৎসাহিত হবে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করতে, আশা রাখছেন কর্তৃপক্ষ।পুরসভা সূত্রে জানা গেছে, স্থাপত্য-মূর্তি সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া নিকাশ, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ করা  হয়েছে ৭৮ কোটি

এটা শেয়ার করতে পারো

...

Loading...