অনুপম খের লিখেছেন, বাণিজ্য সফল সিনেমা তো বটেই। এমন এক সিনেমা যা উপমহাদেশে বিয়ের ধারনাটাই বদলে দিয়েছিল।
শুটিং-এর সময় সিনেমার সেটের অভিজ্ঞতা আজও অম্লান মাধুরী দীক্ষিতের মনে। নিজের টুইট হ্যান্ডেলে লিখেছেন, ‘হাম আপকে হ্যায় কৌন-এর স্মৃতি ভোলার নয়’।
সিনেমার অন্যতম অভিনেত্রী রেনুকা সাহানি লিখেছে, এরকম ছবিতে অভিনয়ের সুযোগ লাইফ টাইমে একবারই আসে।
নয়ের দশকের অন্যতম সেরা সিনেমা। গোটা দেশ জুড়ে মাধুরী সেনসেশন। আট থেকে আশি আক্রান্ত মাধুরী ম্যাজিকে। বক্স অফিসে সুপার হিট! ছবির নাম ‘হাম আপ কে হ্যায় কৌন’।
Congratulations to @rajshri, #SoorajBarjataya and everyone associated (including me) with the iconic #HumAapKeHainKoun for completing 25years. The film apart from celebrating goodness, also changed the concept of marriages in India forever.😍🙏 #25YearsOfHumAapKeHainKoun pic.twitter.com/q0HdWQRfEY
— Anupam Kher (@AnupamPKher) August 5, 2019
১৯৯৪ এর ৫ আগস্ট রিলিজ। পরিচালক সুরজ বরজাতিয়ার ফ্যামিলি ড্রামা। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম কাল্ট মুভি। ছবির গল্প এবং চিত্রনাট্যও তাঁর। ছবিটি প্রযোজনা করেছিল রাজশ্রী ফিল্ম প্রোডাকশন।
Gratitude to #SoorajBarjatya ji @rajshrifilms for giving me a once in a lifetime role in a once in a lifetime film. Thank you to the ever increasing audience of cinema goers for showering their love & blessings on this big hearted family film
— Renuka Shahane (@renukash) August 5, 2019
😊🙏🏽❤😊🙏🏽❤😊🙏🏽❤😊#25YearsOfHAHK pic.twitter.com/v3iBjI0Stg
‘দিদি তেরা দেওয়ার দিওয়ানা’, ‘পহেলা পহেলা পেয়ার হ্যায়’ এর মতো গানগুলো এক সময় মানুষের মুখে মুখে ফিরত। এখনও তার আবেদন পুরনো হয়নি। সঙ্গীত পরিচালক ছিলেন রাম লক্ষণ। কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর , এস পি বাল সুব্রামনিয়ম।
এই আগস্টে ২৫ বছরে পড়ল ‘হাম আপকে হ্যায় কৌন’। নিশা চৌধুরি মাধুরী দীক্ষিত, প্রেম নাথ সলমন খান। মাধুরী সলমনের অনস্ক্রিন কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের। অনুপম খের, রিমা লাগু, রেনুকা সাহানি, আলোক নাথের মতো অভিনেতা, অভিনেত্রীরা ছিলেন।কমেডি, রোমান্স, ইমোশন মিলিয়ে নিখাদ ফ্যামিলি ড্রামা। যা সব সময়ই ভারতীয় ছবির দর্শকদের আকর্ষণ করে এসেছে।
১৯৮২ তে রিলিজ হওয়া ‘নদীয়া কে পার’ ছবির মর্ডান ভার্সান ছিল হাম আপকে হ্যায় কৌন।
বেস্ট পপুলার ফিল্ম প্রভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। এছাড়াও ৫ টা ফিল্ম ফেয়ার, ৬ টা স্ক্রিন অ্যাওয়ার্ড, আরও বেশ কিছু পুরস্কার পেয়েছিল ছবিটি।
প্রথম ভারতীয় সিনেমা যা ২০০ কোটি ক্লাবের সদস্য হয়েছিল। সেই সময়ের বলিউডের বিগেস্ট হিট। তেলেগু ভাষায় রি-রিলিজ করা হয়েছিল। নাম ছিল ‘প্রেমালায়ম’।
মুক্তির পর শুধু ভারতেই নয়, বিশ্বের বহু দেশে তুমুল জনপ্রিয় হয়েছিল। ৫ হাজার টি ভারতীয় সিনেমা হলে। চিনের ৯ হাজারটি সিনেমা হলে টানা চলেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেছেন, হাম আপকে হ্যায় কৌন যদি নেটফ্লিক্সের যুগে রিলিজ করত তাহলে আরও বেশি সাফাল্য পেত।
'হাম আপকে হ্যায় কৌন'-এর ২৫ বছর এর সেলিব্রেশনে স্পেশাল স্ক্রিনিং হবে ছবিটির। ৯ আগস্ট লিবার্টি সিনেমা হলে ছবির পুরো টিম উপস্থিত থাকার কথা।
;
ছবির ২৫ বছর পূর্ণ উপলক্ষ্যে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে বলিউড তারকা মাধুরীকে দেখা যাচ্ছে ছবির সেই বিখ্যাত জুতো জোড়া ও জনপ্রিয় সারমেয় ‘টাফি’র ছবি নিয়ে প্রদীপ জ্বালিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন।