আগামী ৪অক্টোবর থেকে ভারতীয় রেলের অধিগৃহীত সংস্থা আইআরসিটিসি তাদের নিজস্ব ট্রেন চালানো শুরু করবে। ভারতের প্রথম বেসরকারি ট্রেন হিসেবে এটি লখনৌ-দিল্লি এবং আহমেদাবাদ-মুম্বাই-এর মধ্যে চলাচল করবে। প্রথম ট্রেনটি দিল্লি-লখনৌ তেজস এক্সপ্রেস ৬ ঘন্টা ১৫ মিনিটে দিল্লি থেকে লখনৌ আসবে। সবচেয়ে বড় খবর হল এই ট্রেনের যাত্রী পিছু বিনামূল্যে ২৫লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা করে দেবে আইআরসিটিসি।
গোটা ট্রেনটিই হবে বাতানুকূল। ট্রেনটিতে ৫৬ সিট বিশিষ্ট একটি একজিকিউটিভ চেয়ার কার থাকে এবং ৯টি এসি চেয়ার কারের প্রতিটিতে ৭৮ টি করে সিট থাকবে। মোট ৭৫৮ জন যাত্রী নিয়ে সপ্তাহে ৬ দিন ট্রেনটি যাত্রা করবে। কোনো রকম রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার থেকে এই ট্রেনের টিকিট কাটা যাবেনা। শুধুমাত্র সংস্থার সাইট থেকেই অনলাইনে টিকিট কাটতে হবে। ৬০ দিন আগে থেকে রিজার্ভেশন করতে হবে। এই ট্রেনে কোনো রকম কনসেশন থাকছে না। ৫ বছরের ওপর বয়সী বাচ্চাদের পুরো ভাড়া লাগবে। তৎকাল কোটা বা প্রিমিয়ার তৎকালে কোনোভাবেই এই ট্রেনের টিকিট কাটা যাবেনা। বিদেশী পর্যটকদের জন্য একজিকিউটিভ চেয়ার কার এবং চেয়ার কারের জন্য ৫টি করে আসন সংরক্ষিত থাকছে।
নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের একজিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এই ট্রেনের যাত্রীরা। ট্রেনের খাবারের মান যথেষ্ট উন্নত মানের রাখা হয়েছে বলে জানা গেছে। সকলের জন্য খাবার বাধ্যতামূলক এবং নিজের পছন্দমাফিক রাখা হয়েছে, যার দাম টিকিটের সঙ্গেই ধরে রাখা হয়েছে। আলাদা করে চা-কফি খাওয়া যাবেনা কোনো ভেন্ডারের কাছ থেকে। ট্রেনেই ট্রলির মাধ্যমে যাত্রীদের কাছে তা পৌঁছে দেবার ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের প্যাকেজ জলের বোতলের পাশাপাশি প্রতিটি কোচে ওয়াটার ফিল্টার রাখার ব্যবস্থা করা হয়েছে। ও বোর্ড হসপিটালিটি সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের লাগেজ নিয়ে আসা-নিয়ে যাওয়া এবং ট্যাক্সির ব্যবস্থা, হোটেল বুকিং প্রভৃতি প্রয়োজনীয় বিষয়েও পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে আইআরসিটিসি।