বাঙালির দার্শনিক মানেই প্রথম যে নাম আমাদের চোখে ভাসে তা রামমোহন রায়| ভারতের অগ্রগতিতে তাঁর অবদান একপ্রকার অবর্ণনীয়| তিনি সেই প্রথম ভারতীয় যে ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলনে অভূতপূর্ব ভুমিকা পালন করেন এবং ‘ব্রাহ্মসমাজ’ তাঁর অন্যতম প্রতিষ্ঠা| ২৪৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ভারত পথিককে স্মরণ করছে আজ সকল ভারতবাসী|
১৭৭২ সালে ২২শে মে তাঁর আবির্ভাব হয় এই ভূমিতে| হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত কুলীন বংশে তিনি জন্মগ্রহণ করেন| ১৮১৫ সাল থেকে তিনি কলকাতায় স্থায়ী বাসিন্দা হয়ে নিজ সংস্কার প্রচেষ্টা শুরু করেন| ইতিমধ্যে তিনি বেশ কিছু জায়গা ভ্রমন করে নিজচিন্তাধারা পরিপক্ক করে তোলে| তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ তুহফাতুল মুহাহহিদিন ফরাসী ভাষায় লেখা| বইটিতে তাঁর একেশ্বরবাদ সমর্থন প্রকাশ পেয়েছে| একেশ্বরবাদ প্রচারের জন্য তিনি বেদান্ত ও তার উপনিষদ গুলির বাংলা অনুবাদ করেন এবং ‘ব্রাহ্মধর্ম’ প্রতিষ্ঠা করেন| সমাজের কল্যাণের জন্য তিনি সতীদাহ প্রথা ও বাল্যবিবাহের মত নিষ্ঠুর প্রথাগুলির অবসান ঘটায় এবং বিধবাবিবাহের সূচনা করেন|