যুব দিবসের দিনে, ২৩ তরুণ পেল সাহিত্য একাডেমী যুব পুরস্কার

চলতি বছরের শুরুতেই সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাহিত্য অ্যাকাডেমি যুব পুরষ্কারে দেশের ২৩ তরুণ সম্মানিত হল।

১২ই জানুয়ারি, শুক্রবার অর্থাৎ গতকাল বিকেলে কলকাতার রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে এই পুরষ্কার বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কৌশিক নবীন। তিনি সকল প্রতিভাবন সাহিত্যিকদের  হাতে স্মারক ও পুরস্কার স্বরূপ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

hqdefault

জানা গিয়েছে যে এদিন বাঁকুড়া জেলা থেকে ২৬ বছরের হামিরুদ্দিন মিদ্দ্যা বাংলা ভাষার জন্য এই সম্মানটি পেয়েছেন। তাঁর ছোট গল্পের বই ‘মাঠরাখা’র জন্য পুরস্কারটি পেয়েছেন। তিনি পেশায় কৃষক। ইতিমধ্যেই তিনি গল্পের বই আজরাইলের ডাক (Azrailer Dak) প্রকাশের পর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ইলাচাঁদ স্মৃতি পুরস্কার ও কৃত্তীবাস পত্রিকার পক্ষ থেকে সন্দীপন চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। 

অন্যদিকে, ২৫ বছরের বাপি টুডু সাঁওতালি ভাষায় সাহিত্য কৃতির জন্য সম্মান প্যেছেন। তিনি প্রথম কবিতার বই ‘ডুসি’ (DUSI), লিখেছিলেন, তার জন্য পুরস্কার পেয়েছেন।

এদিন সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কৌশিক নবীন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সম্পাদক কে শ্রীনিবাসরাও, কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্টজন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...