2024 PT5: চলতিমাসে চাঁদের প্রতিপক্ষ অন্য এক গ্রহাণু, জেনে নিন বিস্তারিত

‘চাঁদ পৃথিবী প্রদক্ষিণ করে’ – এটি এক ধ্রুব সত্য। কিন্তু কেমন হবে যদি সেই সত্য কিছু সময়ের জন্য খানিক বদলে যায়? অবাক হবে গোটা পৃথিবীবাসী। ঠিক এমন ঘটনাই ঘটতে চলেছে চলতি মাসে। এই মাসে শুধুমাত্র চাঁদ নয়, অন্য এক গ্রহাণুও প্রদক্ষিণ করবে পৃথিবীকে।

 

হাইলাইটসঃ
১। গ্রহাণুটির নাম হল 2024 PT5
২। এটির আয়তন প্রায় ৩৩ ফুট
৩। অল্প সময়ের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই উপগ্রহ

এই গ্রহাণুটির নাম হল 2024 PT5। এটির আয়তন প্রায় ৩৩ ফুট। ৭ অগাস্ট প্রথম ওই গ্রহাণুটিকে দেখতে পান বিজ্ঞানীরা(Asteroid 2024 PT5)। এটি পৃথিবীর কক্ষপথের বাইরের একটি গ্রহাণু, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে এর কাছাকাছি চলে এসেছে। গবেষণা অনুযায়ী (Science News), আগামী ২৯ সেপ্টেম্বর এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকে পড়বে ও ২৫ নভেম্বর সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে যাবে। তাই চিরকালের জন্য নয়, অল্প সময়ের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করবে ওই স্বল্পমেয়াদি উপগ্রহ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দু'মাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে ওই গ্রহাণুটি। তবে সম্পূর্ণ ভাবে পৃথিবীকে প্রদক্ষিণও করবে না 2024PT5। নির্দিষ্ট সময়ের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে এটি সূর্যকে প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি। এই বিষয়ে উৎসাহী বিজ্ঞানীমহল।

American Astronomical Society-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তারা অশ্বক্ষুরাকৃতি পথে আনাগোনা করে। কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়লে আচরণ হয় উপগ্রহের মতো। সেই গ্রহাণুগুলি তখন নিজেদের শক্তি হারিয়ে ফেলে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে। কিন্তু এটি সাধারণত অল্প সময়ের জন্য দীর্ঘস্থায়ী হয়। তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগে, ১৯৮১ এবং ২০২২ সালেও এমন ঘটনা ঘটেছিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...