রেলে দুই লক্ষ শূন্যপদ

বেকারত্বের যুগে আশার আলো। বেকারত্বের জ্বালা যখন চারপাশে নাগপাশের মতো ঘিরে ফেলেছে সেই সময়ে মরীচিকা হয়ে দেখা দিল রেলের একটি নতুন ঘোষণা। সম্প্রতি বাজেট পেশের দিনে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল ভারতীয় রেলে প্রায় ২,৩০,০০০ শূন্যপদের কথা ঘোষণা করলেন। একটি জাতীয় সংবাদপত্রকে দেওয়া মন্ত্রীর বক্তব্য থেকে জানা গেছে, ইতিমধ্যেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১.৫ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে। তিনি জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বাকি প্রক্রিয়াটিও সম্পন্ন হয়ে যাবে। সূত্রের খবর, এই ২ লক্ষ শুন্যপদগুলির মধ্যে আগামী দুই বছরের মধ্যে যে পদগুলি ফাঁকা হবে তার হিসেবও ধরা আছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০ শতাংশ (অর্থাৎ এই ক্ষেত্রে প্রায় ৩৫,০০০) সংরক্ষণও লাগু হবে সেই সময়।

জানা গেছে, প্রথম দফায় মোট ১,৩১,৩২৮ জনকে নিয়োগ করা হবে আর এই প্রক্রিয়াটি শুরু হবে চলতি বছরের ফেব্রুয়ারী ও মার্চ মাস নাগাদ। রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৯-২০ এবং ২০২০-২১ এর মধ্যে যথাক্রমে ৫৩,০০০ এবং ৪৬,০০০ কর্মী অবসর নেবেন। সেই শূন্যপদ পূরণের উদ্দেশ্যে এই নিয়োগ। সংরক্ষণী বিল অনুযায়ী এই প্রক্রিয়ায় প্রায় ১৫,০০০, ৭,৫০০, ২৭,০০০ এবং ১০,০০০ পদ যথাক্রমে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য বরাদ্দ থাকবে। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...