ইসরোর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি কেন্দ্রের ছাড়পত্র মিলেছে এ বিষয়ে। এই গবেষণায় যুক্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
চাঁদ বা অন্য গ্রহে সফট ল্যান্ডিং করার জন্য ল্যান্ডার ও রোভারের মডেল তৈরি করবেন যাদবপুরের গবেষকরা। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের অন্যতম অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় জানিয়েছেন সূক্ষ্ম ল্যান্ডিং- এর ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য কাজ করছে যাদবপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অমিতাভ গুপ্তও আছেন এই প্রোজেক্টে। এই কাজের সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েট এর ছাত্রছাত্রীরা ইসরোর প্রোজেক্টে যুক্ত করা হচ্ছে
বিশ্ববিদ্যালয়ের সহ উপাধ্যক্ষ চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই কৃতিত্বে তিনি খুশি এবং গর্বিত।
২০১৯ সালে বিক্রম সারাভাই- এর নাম অনুসারে ল্যান্ডার বিক্রম চন্দ্রযান মিশন-২ তে গিয়ে হারিয়ে যায়।
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের সময়ে চন্দ্রযান-২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটির ছোঁয়ার ২.১ কিলোমিটার আগে থেকে আর খোঁজ মেলেনি বিক্রমের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মডেলটি বাস্তবে রূপ দান করবে ইসরো।