তেনজিং নোরগে জাতীয় পুরষ্কারে ভূষিত ভারতের দুই আইটিবিপি অফিসার

তেনজিং নোরগে জাতীয় পুরষ্কারে ভূষিত ভারতের দুই আইটিবিপি অফিসার

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তেনজিং নোরগে জাতীয় পুরষ্কার গ্রহণ করলেন দুই আইটিবিপি (ইন্ডো-টিবেটান বর্ডার ফোর্স) আধিকারিক। বৃহস্পতিবার, দিল্লীর রাষ্ট্রপতি ভবনে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি সম্পাদিত হয়। দুই আধিকারিকদের মধ্যে একজন দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি সফলভাবে দক্ষিণ মেরু অভিযানে সক্ষম হয়েছেন।

আইটিবিপি’র মুখপাত্র বিবেক কুমার পান্ডে বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে জানিয়েছেন, “ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অপর্ণা কুমার এবং সাবেদার মেজর ওয়াংচুক শেরপা এই অভিযানে সমগ্র বিশ্বের মধ্যে সন্মানীয় স্থান অধিকার করেছেন। অতীতেও তাদের রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রদান করা হয়েছিল।

Read Also :  ভুলে যাওয়ার মধ্যে স্মৃতি সুস্থ থাকার লক্ষণ দেখছেন গবেষকরা

ফিল্ডে নেমে অভিযান থেকে শুরু করে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা; ধৈর্য্য, সহনশীলতা, ঝুঁকিগ্রহণ, সমন্বয়ের সঙ্গে দলগত পরিশ্রম ও প্রতিকূল পরিস্থিতিতে দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য এই বিশেষ পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। স্মারক ও সার্টিফিকেটের পাশাপাশি পুরস্কারস্বরূপ ৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

বিবেক কুমার আরও জানিয়েছেন, ল্যান্ড অ্যাডভেঞ্চার বিভাগে অপর্ণা কুমারকে এবং লাইফ-টাইম অ্যাচিভমেন্ট বিভাগে ওয়াংচুক শেরপা’কে এই সন্মানীয় পুরষ্কারে ভূষিত করা হয়েছে। সাতটি মহাদেশের সাতটি উচ্চশৃঙ্গে আরোহণ করে সন্মানীয় ‘সেভেন সামিট’ চ্যালেঞ্জে সাফল্য অর্জন করেছেন উত্তরপ্রদেশের অপর্ণা কুমার। এ বছরের শুরুতে দক্ষিণ মেরুতেও পৌঁছেছেন ২০০২ ব্যাচের এই আইপিএস অফিসার। সরকারি কর্মচারী ও ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশ অফিসার হিসেবে তিনিই এ দেশের প্রথম ব্যক্তি যিনি এই ঝুঁকিপূর্ণ ‘সেভেন সামিট’ চ্যালেঞ্জটিতে উত্তীর্ণ হয়েছেন। দক্ষিণ মেরু থেকে সফলভাবে ফিরে আসার পর এখন উত্তর মেরুকে পাখির চোখ করেছেন ৪৪ বছরের এই মহিলা।

পাশাপাশি, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’ একবার নয়, তিন তিন বার আরোহণ করেছেন ওয়াংচুক শেরপা। তাঁর সার্ভিস ক্যারিয়ার জুড়ে ২০টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতীয় শৃঙ্গে পদচ্ছাপ রেখেছেন ৫৪ বছরের এই ব্যক্তি। হিমালয়ে অসংখ্য উদ্ধারকার্যে অংশ নিয়েছেন শেরপা। ২০০৩-এ পঞ্চচুলি বিপর্যয় হলে হিমসমৃদ্ধ উচ্চতা থেকে যে ৮ জন পর্বতারোহী সফলভাবে ফিরে এসেছিলেন, তাদের উদ্ধারের নেপথ্যে অন্যতম ভূমিকায় ছিলেন ওয়াংচুক শেরপা।  

চীনা আগ্রাসনের পরিণামস্বরূপ ১৯৬৩ সালের পর থেকে এখনও অবধি ২১৩টি পর্বতাভিযান সম্পন্ন করেছে মাউন্টেন ওয়ারফেয়ার ট্রেইনড্‌ ফোর্স। অপর্ণা ও ওয়াংচুকের এই সাফল্যের ফলে এই নিয়ে এখনও পর্যন্ত ১৪টি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড অর্জন করলো এই ফোর্স। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...