জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ২এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব-এর সদস্যবৃন্দ। সঞ্চালক ইকেবানার সাথে পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের দুই সহ-সম্পাদক শ্রী অনির্বান মিত্র এবং সমীরণ হাজরা, উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সভাপতি শ্রী সোমনাথ ঘোষ।
আড্ডার ছলে তারা জানালেন তাদের ক্লাব ইতিমধ্যে পদার্পন করেছে ৯০ তম বর্ষে। এতবছর বাদেও যে সাবেকিয়ানাতেই বেশি বিশ্বাসী এই ক্লাব জানালেন তারা নিজেরাই। ধীরে ধীরে চাহিদার কথা মাথায় রেখে থিমের দিকে এগোলেও প্রতিমায় এবং প্রতিমার সাজসজ্জায় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া। তবে সাবেকি এবং থিমের সংমিশ্রনে দর্শনার্থীদের জন্য কি উপহার দিতে চলেছে এই ক্লাব তা চমকই রাখতে চান ক্লাবের সদস্যরা। আশানুরূপ ভিড় হবে সেই কথা মাথায় রেখে পুরো পাড়াকেই সিসিটিভি মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে এছাড়াও উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপত্তা কর্মী এবং প্রশাসনের সাহায্যে দর্শনার্থীদের মণ্ডপ দর্শনে যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখছেন ক্লাবের সদস্যরা। চতুর্থীতে পুজোর উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকেই ভিড় হবে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ। পুজোর পাশাপাশি ক্যারাটে ক্লাস, নাচ-গানের ক্লাস প্রভৃতিও করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। সামাজিক অনুষ্ঠান হিসেবে প্রতিবছর রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রভৃতিও করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। পুজোয়, মায়ের জন্য সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন মালসা ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে। এই ক্লাবটিতে যেতে গেলে হাওড়া থেকে অটো করে পৌঁছাতে হবে সালকিয়া চৌরাস্তা। সালকিয়া চৌরাস্তার থেকে ঠিক এক মিনিটের দূরত্বেই অবস্থিত এই ক্লাবটি।