ঐতিহ্যের ১৯১১ সাল

শিল্ড জয়ের শতবর্ষে ২০১১ সালে শিবদাস ভাদুড়ি, বিজয়দাস ভাদুড়ি, রেভারেন্ড সুধীর চট্টোপাধ্যায়, অভিলাষ ঘোষদের  গৌরব গাথাকে নিয়ে তৈরি হয়েছিল "এগারো" ১৯১১ সালে  ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের মধ্যে দিয়েই শুরু হয়েছিল জাতীয়তাবাদের বিকাশ। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে বিদ্রোহ আগুন মনে জালিয়েছিলো এই 'এগারো' সেই কাহিনী এবার আসতে চলেছে  বলিউডে।যাঁর নেপথ্যে রয়েছেন জন আব্রাহাম।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, "আমি রিয়ালিটি নিয়ে কাজ করতে চাই। ১৯১১ সালে খালি পায়ে বাংলার এক ক্লাব মোহনবাগান ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিল। এটা নিয়ে ছবিও হয়েছে। এই ঘটনা আমার মনে আলাদা জায়গা করে নিয়েছে। আমার হৃদয় ছুঁয়ে গেছে। তাই আমি এটা নিয়ে ছবি করব। আমি চাই এরকম এক লড়াই, সাফল্যের কাহিনী সবার সামনে তুলে ধরতে''কোন চরিত্রে অভিনয় করতে চান তিনি।জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন,"মোহনবাগান দলের অধিনায়ক শিবদাস ভাদুড়ি- চরিত্রেই অভিনয় করতে চাই। অবশ্য অভিলাষ ঘোষের চরিত্রও খুব গুরুত্বপূর্ণ''

এটা শেয়ার করতে পারো

...

Loading...