সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেন ক্রিস্টোফ মিলাক

পুরুষদের ২০০ মিটার ‘বাটারফ্লাই’-এ বিশ্বরেকর্ড গড়লেন ১৯ বছরের ক্রিস্টোফ মিলাক। বুধবার, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফিনা (FINA)বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাইকেল ফেল্পস-এর রেকর্ড ভেঙে মাত্র ১.৫০.৭৩ সেকেন্ডে ২০০ মিটার অতিক্রম করে এই অভিনব নজির গড়েছেন হাঙ্গেরির এই তরুণ

২০০১-এ, মাত্র ১৫ বছর বয়সে ২০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বদরবারে নন্দিত হয়েছিল ফেল্পসের নাম। তরুণ সাঁতারু হিসেবে তিনিই ছিলেন প্রথম, যিনি বিশ্বমঞ্চে সবচেয়ে কম সময়ে ২০০ মিটার অতিক্রম করেছিলেন। সেক্ষেত্রে ফেল্পসের ১.৫১.৫১ সেকেন্ড সময়ই ছিল এখনো পর্যন্ত সবচেয়ে কম সময়। ২০০৯ সালে গড়া, ২৩ বারের অলিম্পিক সোনা জয়ী ফেল্পসের সেই রেকর্ড ভেঙ্গে এবার বিশ্ব মানচিত্রে দেশকে তুলে ধরলেন হাঙ্গেরীয় সাঁতারু ক্রিস্টোফ। ফেল্পসের থেকে .৭৮ সেকেন্ড আগেই সাঁতার শেষ করেছেন তিনি।

যদিও ফেল্পসের ঝুলিতে এখনও ১০০ মিটার বাটারফ্লাই এবং ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলি’র বিশ্বরেকর্ড রয়েছে, যা এখনও পর্যন্ত কেউ ছুঁতে পারেননি। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...