পুরুষদের ২০০ মিটার ‘বাটারফ্লাই’-এ বিশ্বরেকর্ড গড়লেন ১৯ বছরের ক্রিস্টোফ মিলাক। বুধবার, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফিনা (FINA)বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাইকেল ফেল্পস-এর রেকর্ড ভেঙে মাত্র ১.৫০.৭৩ সেকেন্ডে ২০০ মিটার অতিক্রম করে এই অভিনব নজির গড়েছেন হাঙ্গেরির এই তরুণ।
STOP THE PRESSES! A fantastic new World Record from 19-year old Kristóf Milák of Hungary in the Men’s 200m Fly beating Michael Phelps old mark of 1:51.51, set a decade ago in Rome, with a new time of 1:50.73…Outstanding! 💪👑#Swimming #FINAGwangju2019 pic.twitter.com/Qr2DiOGDG3
— FINA (@fina1908) July 24, 2019
২০০১-এ, মাত্র ১৫ বছর বয়সে ২০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বদরবারে নন্দিত হয়েছিল ফেল্পসের নাম। তরুণ সাঁতারু হিসেবে তিনিই ছিলেন প্রথম, যিনি বিশ্বমঞ্চে সবচেয়ে কম সময়ে ২০০ মিটার অতিক্রম করেছিলেন। সেক্ষেত্রে ফেল্পসের ১.৫১.৫১ সেকেন্ড সময়ই ছিল এখনো পর্যন্ত সবচেয়ে কম সময়। ২০০৯ সালে গড়া, ২৩ বারের অলিম্পিক সোনা জয়ী ফেল্পসের সেই রেকর্ড ভেঙ্গে এবার বিশ্ব মানচিত্রে দেশকে তুলে ধরলেন হাঙ্গেরীয় সাঁতারু ক্রিস্টোফ। ফেল্পসের থেকে .৭৮ সেকেন্ড আগেই সাঁতার শেষ করেছেন তিনি।
যদিও ফেল্পসের ঝুলিতে এখনও ১০০ মিটার বাটারফ্লাই এবং ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলি’র বিশ্বরেকর্ড রয়েছে, যা এখনও পর্যন্ত কেউ ছুঁতে পারেননি।