বাংলার রিচা ঘোষ ডাক পেলেন বিশ্বকাপের ভারতীয় দলে

টি- টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন ১৬ বছরের বাংলার রিচা ঘোষ। ঋদ্ধিমান সাহার শিলিগুড়ি থেকে ভারতীয় দলে সুযোগ পেলেন মাধ্যমিক দেওয়া এই ছাত্রী।

ব্যাটিং এর সাথে মিডিয়াম পেস বল করতে পারেন রিচা। করতে পারেন উইকেটকিপিং। তবে ব্যাটসম্যান হিসেবেই তিনি প্রতিষ্ঠিত। রিচার ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি থেকে ঝুলন গোস্বামী সবাই। তবে খেলার জন্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া হবে না রিচার। এই ব্যাপারে কোনও আফসোশ নেই তাঁর। আপাতত ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়েই মজে এই কিশোরী।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি রিচার। তা সত্ত্বেও ১৫ জনের বিশ্বকাপগামী ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলার হয়ে ভাল খেলার সুবাদে এই সুযোগ বলে মনে করছে রিচা। বাংলার অনূর্ধ্ব ১৯ দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কাণ্ডারি রিচা। সেখানে ভাল পারফরম্যান্স করার সুবাদে টি- টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফির দলে সুযোগ পান রিচা। সেই ট্রফিতে তিনটি ম্যাচে তাঁর রান ৯৬। এর ফলে ভারতীয় দলের বিশ্বকাপ দলে সরাসরি সুযোগ বাংলার এই মেয়ের। চার নম্বরে নেমে দ্রুত রান করতে পারে রিচা। এই দক্ষতাই তাকে সুযোগ করে দিয়েছে বিশ্বকাপের দলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...