নাসায় পাড়ি বালুরঘাটের স্কুল ছাত্রছাত্রীর

আন্তর্জাতিক স্পেস গবেষণা সংক্রান্ত সংস্থা নাসা-র আয়োজিত বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেলো বালুরঘাটের একটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী।  জানুয়ারি মাসে  সায়েন্স এন্ড টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অনলাইনে প্রবন্ধ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কল্পনা চাওলা মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরার তালিকায় জায়গা করে নেয় বালুর ঘাটের ছাত্র ছাত্রীরা। চলতি  বছরের মে মাসে ভারত থেকে সুদূর আমেরিকায় নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাড়ি দেবে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম দ্বাদশ শ্রেণীর সাত জন বর্তমান পড়ুয়া। তাদের নাম যথাক্রমে রাজদীপ চৌধুরী, রৌনক বসু, শতরূপা রায়,  সুবর্ণা লাহা, অর্ক সরকার, আদিত্য সরকার রাহুল সাহা

এই বিশেষ অর্জনের খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা, ছাত্রছাত্রী এবং তাদের অভিবাভবকেরা স্বভাবতই আপ্লুত হয়ে পড়েন। বেসরকারি বিদ্যালয়টির এমন  সন্মান অর্জনে গর্বিত বালুরঘাটের বাসিন্দারাও। একই বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর গত বছরের পড়ুয়াদের ভিতরেও সাফল্য অর্জন করেছিল অঙ্কন চক্রবর্তী, অনীকরঞ্জন দাস, ডেইজি চৌধুরী, বৈদেহী মণ্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষি দাস, দেবার্ঘ্য বিশ্বাস এবং শাশ্বতী প্রজ্ঞা, মোট আট জন শিক্ষার্থী জানা যায়, এপ্রিল মাসে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে তারাও আমেরিকায় যাত্রা রওনা হবে। বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষা জানিয়েছেন তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই সম্মান অর্জনে গর্বিত শিক্ষকেরা।পর পর দুই বছর পড়ুয়াদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকদের অবদানকেও সম্মান জানিয়েছেন তিনি। 

নাসায় যাবার জন্য মনোনীত শিক্ষার্থীদের কাছে জানা যায়, সায়েন্স এন্ড টেকনোলজির তিনটি বিষয়ে অনলাইন প্রবন্ধ জমা দিতে হয়| তিনটি স্তরে এই পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত নির্বাচনের সিদ্ধান্ত নাসার। ওদের সাফল্যের পিছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কথা জানিয়েছে মনোনীত শিক্ষার্থীরা।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...