রুনি খাতুনের রত্নখনি

পাকস্থলী থেকে একের পর বেরিয়ে চলেছে ৫টাকা এবং ১০ টাকার ৯০টি কয়েন, হার, নাকছাবি, কানের দুল, বালানূপুর, ঘড়ি! অবাক করা কাণ্ডটি ঘটেছে বীরভূমের এক সরকারি হাসপাতালে। সেখানে মানসিক ভারসাম্যহীন এক মহিলার পাকস্থলী থেকে প্রায় ১.৫ কেজি গয়না ও অসংখ্য ‘কয়েন’ উদ্ধার করা হয়েছে।

রামপুরহাট সরকারি কলেজ হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের প্রধান সিদ্ধার্থ বিশ্বাস জানিয়েছেন, “বেশিরভাগ গয়নাগুলিই তামার বা পিতলের, তাছাড়া কিছু স্বর্ণালংকারও উদ্ধার হয়েছে ঐ ২৬ বছর বয়সী মহিলার পাকস্থলী থেকে।“

সম্প্রতি দেখা যাচ্ছিল প্রায়ই মারগ্রামের বাড়ি থেকে কোনো না কোনো গয়না হারিয়ে যাচ্ছে, কিন্তু এ বিষয়ে তাঁকে কিছু জিজ্ঞেস করা হলে কেঁদে তিন কূল করতেন এই মহিলা। তার মা মনে করছেন, ভাইয়ের দোকান থেকেই হয়তো কয়েনগুলি তার সান্নিধ্যে এসেছে। “গত কয়েকদিন ধরে, খাওয়ার পরই সব ছুঁড়ে ফেলছিলো ও,” বলছেন তার মা।

“আমরা ওকে একটা ঘড়ি দিয়েছিলাম, সেটা হয়তো ও কোনোভাবে গিলে ফেলেছে। গত দু’মাস ধরে ওর শরীরটা একদম ভালো যাচ্ছিল না। প্রচুর বেসরকারি ডাক্তার দেখিয়েছি আমরা। চিকিৎসা চললেও স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না,” বলছেন মহিলার মা।

এ ঘটনার পর তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত কিছু পরীক্ষা করে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...