আবর্জনা তুলে অ্যাসেজ দেখতে এল ১২ বছরের এই অসি ফ্যান

নিজের দলকে সমর্থন করার জন্য মানুষ যে কতদুর পর্যন্ত যেতে পারে, তা আমরা অনেকেই দেখেছি। দিনরাত এক করে, নানা পরিশ্রম করে, তারা তাদের প্রিয় দল বা খেলোয়াড়ের দেখা পায়। কিন্তু এই ১২ বছর বয়সী অস্ট্রেলীয় কিশোর যা করল, তা হতবাক করে দেবে গোটা ক্রিকেট বিশ্বকে। ময়লা তুলে টাকা জমিয়ে সে ইংল্যান্ডে এসেছে নিজের দেশকে সমর্থন করতে।

অস্ট্রেলিয়ার নিবাসী ম্যাক্স রাইট বছর বয়সে দেখেছিল নিজের দেশকে বিশ্বচ্যাম্পিয়ন হতে। মাইকেল ক্লার্ক এর হাতে বিশ্বকাপের ট্রফিটা দেখে ম্যাক্সের মনে হয়েছিল, একবার যদি নিজের দেশের খেলা দেখা যেত তাহলে খুব ভালো হতো। আর সে তার মায়ের কাছে ইচ্ছাপ্রকাশ করল ইংল্যান্ডে গিয়ে অ্যাসেজ দেখার। কিন্তু টিকিট ও যাতায়াতের খরচ তো বিশাল, তার উপর তাদের আর্থিক অবস্থাও ভালো নয়। তাই মায়ের উপদেশে মা ও ছেলে মিলে পাড়া-প্রতিবেশীদের আবর্জনা তোলার সিদ্ধান্ত নিল। বাবাও প্রতিশ্রুতি দিল, যদি ১৫০০ ডলার জমানো যায় তাহলে ইংল্যান্ডে যাওয়ার ও খেলা দেখার যাবতীয় খরচ চলে আসবে।

আর তারপর টানা বছর ধরে ম্যাক্স পাড়ার কয়েকজনের আবর্জনা তুলত। আর দীর্ঘ পরিশ্রমের পর অবশেষ স্বপ্ন পুরণ হয়েছে ম্যাক্সের। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে চলতি অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়েছে ম্যাক্স।

তার এই দুর্দান্ত কাহিনী শুনে ধারাভাষ্যকাররা তাকে ডেকে আনে এবং তার গল্প শুনতে চায়। ম্যাক্স জানায়, সে কয়েকজনের কাছ থেকে একটি গোটা বছরের জন্য ৫০ ডলার পেত, আবার কেউ কেউ তাকে প্রতি সপ্তাহে ডলার করে দিত। পাশাপাশি ম্যাক্স কিছুসময়ের জন্য বসেছিলেন প্রাক্তন অসি অধিনায়ক স্টিভ ওয়া, অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অসি স্পিনার নাথান লিয়ঁ-এর পাশে।

সত্যি, ইচ্ছা থাকলেই উপায় হয় সেটি এই ১২ বছরের কিশোর প্রমাণ করে দিল আবারও।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...