রাজ্য সরকার প্রতিনিয়তই রাজ্যের উন্নতির কথা ভেবে বিভিন্ন প্রকল্প রূপায়নের চেষ্টা করে। রাজ্যের পর্যটন এমনই একটি শিল্প, যেখানে সব সময় নতুন কিছু উদ্ভাবন করলে তবেই ভালো ফল পাওয়া যায়। সেই ভাবনা থেকেই একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পর্যটন দফতর। শুক্রবার ২১ ডিসেম্বর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও নয়াগ্রাম ব্লকের পর্যটনকেন্দ্রগুলি পরিদর্শন করার পর সাংবাদিক বৈঠক করে রাজ্যের পযটন মন্ত্রী গৌতম দেব জানালেন, ঝাড়গ্রাম জেলায় ১০০ টি হোম স্টে গড়ে তোলা হবে। ডুয়ার্সের মডেলকে সামনে রেখে এই কাজে এগোনো হবে বলে জানান মন্ত্রী। এই জেলার কাঁকড়াঝড় যথেষ্ট স্পর্শকাতর এলাকা। এই এলাকার সামগ্রিক উন্নয়নে হোম স্টে যথেষ্ট কার্যকরী হবে বলেই মনে করেন তিনি।
মন্ত্রী গৌতম দেব ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে আপ্লুত হয়ে যান। তিনি এই নতুন জেলা ঝাড়গ্রামে পর্যটন শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই মনে করেন। নয়াগ্রাম ব্লকের রামেশ্বর মন্দিরটিকে পর্যটন দফতরের ওয়েবসাইটে তুলে ধরার কথা বলেন। তপোবনের ভিতরে জলাশয় ও পুরো এলাকাটিকে সুন্দর করে সাজানোর প্রস্তাবও দেন তিনি। সেখানকার ঝিল্লি পাখিরালয়টিও পর্যটন বিকাশের উপযোগী বলেও জানান মন্ত্রী। জেলা প্রশাসনের মাধ্যমে ছোট ছোট কটেজ, ওয়াচ টাওয়ার, গ্রীন টয়লেট করা হবে। বড় প্রজেক্টগুলি পর্যটন দফতর থেকে করা হবে। ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সের মধ্যে আরো কটেজ তৈরী হবে। আগামী মার্চ মাসের মধ্যেই ট্যুরিস্ট কমপ্লেক্সটি সংস্কার করার কথা ভাবা হচ্ছে। এইভাবে রাজ্যের পর্যটন শিল্পকে উন্নত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।