জঞ্জাল সংগ্রহে ১০০ ব্যাটারি চালিত গাড়ি

কলকাতা পুরসভায় প্রতিদিন সকালে বাড়ি বাড়ি জঞ্জাল পরিষ্কারের জন্য গাড়ি আসে। আগামী এক বছরের মধ্যে এই ছবি কিন্তু পাল্টে যেতে চলেছে। সম্ভবত সামনের বছরেই আসতে চলেছে ব্যাটারিচালিত জঞ্জাল সংগ্রহের গাড়িব্রিটিশ আমল থেকে হ্যান্ডকার্ট বা দুহাতে ঠেলা গাড়ির যে চল রয়েছে, তা বদলে যেতে চলেছে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে বর্তমানে বেশ কিছু গাড়ি চলছে শহরে, তবে আগামী বছরের মধ্যে গোটা শহরে সব জায়গায় এই ধরণের গাড়ি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে-তার পদক্ষেপ হিসেবে বুধবার ৯জানুয়ারি ১০০ টি ব্যাটারিচালিত জঞ্জাল পরিষ্কারের গাড়ি উদ্বোধন করা হল। এদিন সন্ধ্যায় পুরভবনে মেয়র ফিরহাদ হাকিম এবং জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার ওই গাড়িগুলোর উদ্বোধন করেন। পাশাপাশি এদিন ৪৫ টি মিনি ট্রাক চালু করা হয়েছে, যাতে ডাম্পারের ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব বড় বড় রাস্তায় ব্যাটারিচালিত গাড়ি যেতে পারবেনা, সেখানে এই মিনি ট্রাকগুলো যথেষ্ট ভালোভাবে কাজ করবে। এখন শহর পরিষ্কার রাখতে বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা হয়েছে। হাজারেরও বেশি এই ডাস্টবিন পরিষ্কার করা যাবে মিনিট্রাকে থাকা ডাম্পারের সাহায্যে। এছাড়াও ব্যাটারিচালিত গাড়িগুলি দেখতে যেমন সুন্দর, তেমনি পরিবেশবান্ধবসাফাইকর্মীদের কাজেও সুবিধা করবে এই গাড়ি। কারন তারা হেঁটে হেঁটে না গিয়ে গাড়ি চালিয়েই বিভিন্ন বাড়িতে জঞ্জাল নিতে যেতে পারবেন। তাই এভাবে আধুনিক পদ্ধতির মাধ্যমে শহরের পরিবেশ তথা জঞ্জাল পরিষ্কার করতে চলেছে শহর কলকাতা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...